ম্যান মেড ফ্ল্যাডের পরিস্থিতি খতিয়ে দেখতে আজ আকাশপথে পরিদর্শনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

Chief-Minister-Mamata-Banerjee-to-inspect-Man-Made-Flood-today

ঈশিতা সাহা : গতকাল ফের ম্যান মেড ফ্লাডের অভিযোগ নিয়ে সরব হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুজোর আগে ডিভিসির- ছাড়া জলে জেলায় জেলায় বাঁধ ভেঙে লাল সংকেত জারি হয়েছে। ভাসছে রাজ্যের একাধিক অংশ। রাজ্যের এই বহাল পরিস্থিতি খতিয়ে দেখতেই আজ আকাশ পথে পরিদর্শন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

জলে তলিয়ে গেল শিশুর দেহ, নিথর দেহ নিয়ে এলেন বাবা

সূত্রে খবর আজ বেলা বেজে পোনে বারোটা নাগাদ হাওড়ার ডুমুরজলা স্টেডিয়াম থেকে রওনা দেবেন মুখ্যমন্ত্রী। নামবেন আরামবাগের দৌলতপুর হেলিপ্যাডে। আকাশপথে খতিয়ে দেখবেন রাজ্যের প্লাবিত এলাকাগুলি। গতকাল তিনি বলেছিলেন, বৃষ্টির জন্য বন্যা হলে আমরা সামলে নিতাম। বুঝতে পারতাম বৃষ্টি হচ্ছে বলেই জল জমে যাচ্ছে। কিন্তু বন্যা তো আলটিমেটলি ডিভিসি জল ছাড়ার জন্য হচ্ছে। ম্যান মেড ফ্লাড।

বেহাল সড়ক পুনঃনির্মাণের দাবিতে জেলাশাসকের দপ্তরের বাইরে বিক্ষোভ দেখালো গ্রামবাসীরা

বিপদজনক পরিস্থিতি সৃষ্টি হয়েছে ঘাটালের একাধিক গ্রামে। পশ্চিম মেদিনীপুরের সবং, পিংলা ও ডেবরার অধিকাংশ জলমগ্ন। লাল সংকেত দেখা দিয়েছে শিলাবতী, ঝুমি নদী ও কংসাবতী নদীতে। জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীর পূর্বেই দুর্গত এলাকা তথা বাঁকুড়ায় সুব্রত মুখোপাধ্যায়, মেদিনীপুরে  মানস ভুঁইয়া, পূর্ব বর্ধমানে অরূপ বিশ্বাস সহ একাধিক মন্ত্রী পৌঁছে গিয়েছেন। ইতিমধ্যে দুর্গত এলাকাগুলো থেকে বাসিন্দাদের অন্যত্র নিয়ে যাওয়া শুরু হয়েছে। সূত্রে খবর,১২ টি ত্রাণ শিবির ও ৮০ টি স্কুলে আশ্রয় শিবির তৈরি করা হয়েছে। পাশাপাশি উদ্ধারকার্যে ব্যবহার করা হচ্ছে ৪০ টি নৌকো ও সাতটি স্পিডবোড।

গত বছরের মত এবার মন্ডপের বাইরে থেকেই দর্শন করে ফিরতে হবে দর্শনার্থীদের

এদিকে আগামী বুধবার ৬ অক্টোবর থেকে উত্তর পশ্চিম ভারত বর্ষার প্রকোপ থেকে মুক্তি পেতে চলেছে। তবে পুজোর সময় বাংলা পুরোপুরি মুক্তি পাবে কিনা তা নিয়ে আশঙ্কায় রয়েছেন আবহাওয়া দপ্তর। এবারের বর্ষায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ৩১ শতাংশ বেশি বৃষ্টিপাত হয়েছে স্বাভাবিকের তুলনায়। উত্তরবঙ্গে বৃষ্টি হয়েছে কম।


Post a Comment

Previous Post Next Post