Ram Temple Donation : রাম মন্দির খোলার প্রথম সপ্তাহেই ইতিহাস! দানবাক্সে কত টাকা জমা পড়ল জানেন?
Ram Temple: প্রতিদিনই লক্ষ-লক্ষ ভক্ত পুজো দিতে আসছেন বলে জানিয়েছেন রাম মন্দিরের ট্রাস্টি অনিল মিশ্র। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (আরএসএস) অফিস-কর্তা দত্তাত্রেয় হোসাবলে সঙ্ঘ কর্মীদের রাম মন্দির ও সংলগ্ন এলাকা পরিষ্কারের দায়িত্ব নিতে এবং ভক্তদের সুসংগঠিতভাবে মন্দির দর্শনের পরিচালনায় সহযোগিতা করার নির্দেশ দিয়েছেন।
এই সপ্তাহের কাগজ (PDF) দেখার জন্য এই নিচের লিংকে ক্লিক করুন...
অযোধ্যা: রাম মন্দির উদ্বোধনের এক সপ্তাহও পেরোয়নি। এর মধ্যেই মন্দিরের (Ram Temple) ক্যাশবাক্স ভরে উঠেছে ভক্তদের অনুদানে। আর হবে না-ই বা কেন! সর্বসাধারণের জন্য রাম মন্দিরের দ্বার উন্মোচনের প্রথম দিন থেকেই লক্ষ-লক্ষ ভক্তের ভিড় উপচে পড়তে শুরু করেছে। তবে প্রথম দিনেই রাম মন্দিরের ক্যাশবাক্সে যে অনুদান জমা পড়েছে তা শুনলে চোখ কপালে ওঠার জোগাড় হবে।
১ ফেব্রুয়ারি থেকে FASTag অ্যাকাউন্ট নিষ্ক্রিয় বা ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে! কী করবেন?
রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের প্রধান অনিল মিশ্র জানান, সোমবার রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার পর থেকে ১০টি অনুদান কাউন্টার খোলা হয়েছে। ভক্তদের অনেকে প্রণামী হিসাবে মন্দিরের কাউন্টারে নগদ দিয়েছেন এবং আবার অনেকে অনলাইনে অনুদান দিচ্ছেন। সবমিলিয়ে, মঙ্গলবারই ৩.১৭ কোটি টাকা অনুদান জমা পড়েছে।
এই সপ্তাহের কাগজ (PDF) দেখার জন্য এই নিচের লিংকে ক্লিক করুন...
প্রতিদিনই লক্ষ-লক্ষ ভক্ত পুজো দিতে আসছেন বলে জানিয়েছেন রাম মন্দিরের ট্রাস্টি অনিল মিশ্র। তিনি জানান, মঙ্গলবার ৫ লক্ষের বেশি ভক্ত পুজো দিয়েছেন এবং বুধবারও প্রায় একই সংখ্যক ভক্ত পুজো দিয়েছেন। লক্ষ-লক্ষ ভক্তের ভিড় সামাল দিতে এবং সকলে যাতে নির্বিঘ্নে পুজো দিতে পারে, তার জন্য বিশেষ ব্যবস্থাও করেছে মন্দির কর্তৃপক্ষ।
১ ফেব্রুয়ারি থেকে FASTag অ্যাকাউন্ট নিষ্ক্রিয় বা ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে! কী করবেন?
রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (আরএসএস) অফিস-কর্তা দত্তাত্রেয় হোসাবলে সঙ্ঘ কর্মীদের রাম মন্দির ও সংলগ্ন এলাকা পরিষ্কারের দায়িত্ব নিতে এবং ভক্তদের সুসংগঠিতভাবে মন্দির দর্শনের পরিচালনায় সহযোগিতা করার নির্দেশ দিয়েছেন।
এই সপ্তাহের কাগজ (PDF) দেখার জন্য এই নিচের লিংকে ক্লিক করুন...
প্রসঙ্গত, গত সোমবার, ২২ জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মন্দির উদ্বোধনের আগে থেকেই দেশের বিভিন্ন প্রান্ত, এমনকি বিদেশ থেকেও উপহার আসতে থাকে রামলালার জন্য। তারপর মঙ্গলবার থেকে সর্বসাধারণের জন্য মন্দিরের গেট খুলে দেওয়া হয়।
১ ফেব্রুয়ারি থেকে FASTag অ্যাকাউন্ট নিষ্ক্রিয় বা ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে! কী করবেন?
প্রথম দিনই ৫ লক্ষ ভক্তের আগমন ঘটে। তারপর মঙ্গলবারও প্রায় একই ভিড় হয়। মন্দিরে আগত ভক্তদের অধিকাংশই প্রণামী হিসাবে টাকা দেন। তবে অন্যান্য উপহারও আসছে। যেমন নীলেশ অরুণ সাকার নামে মহারাষ্ট্রের এক ভক্ত ৭ ফুট ৩ ইঞ্চি লম্বা ও ৮০ কেজি ওজনের তরোয়াল রামলালাকে উপহার দিয়েছেন। সবমিলিয়ে, উদ্বোধনের আগে থেকেই ভরে উঠতে শুরু করেছে দীর্ঘ প্রতীক্ষিত অযোধ্যার রাম মন্দিরের দানবাক্স।
এই সপ্তাহের কাগজ (PDF) দেখার জন্য এই নিচের লিংকে ক্লিক করুন...