১ ফেব্রুয়ারি থেকে FASTag অ্যাকাউন্ট নিষ্ক্রিয় বা ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে! কী করবেন?

FASTags new rules active from 1st February 2024

১ ফেব্রুয়ারি থেকে FASTag অ্যাকাউন্ট নিষ্ক্রিয় বা ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে! কী করবেন?

FASTag-will-not-work-from-February-1-what-to-do


টোলট্যাক্সে এখন FASTag অত্যন্ত গুরুত্বপূর্ণ। FASTag থাকলে আর দীর্ঘক্ষণ লাইনে দাঁড়াতে হয় না। চট করে টাকা দিয়ে বেরিয়ে যাওয়া যায়। যে ইলেকট্রনিক টোল কালেকশন সিস্টেমের মাধ্যমে সরাসরি উপভোক্তার সেভিংস অ্যাকাউন্ট থেকে টোলের টাকা কেটে নেওয়া হয়। সেই সংক্রান্ত নিয়ম পালটে যাচ্ছে।

সোমবার ন্যাশনাল হাইওয়ে অফ অথরিটির (NHAI) তরফে জানানো হয়েছে, যদি না কেওয়াইসি সম্পূর্ণ না হয়, তাহলে ব্যালেন্স থাকলেও ৩১ জানুয়ারির পর থেকে FASTag নিষ্ক্রিয় করে দেবে ব্যাঙ্ক কর্তৃপক্ষ। অর্থাৎ FASTags-এ যতই ব্যালেন্স থাকুক না কেন, কেওয়াইসি সম্পূর্ণ না করলে সেটা দিয়ে কোনও কাজ করতে পারবেন না। অর্থাৎ সেই পরিস্থিতি এড়ানোর জন্য অবিলম্বে FASTags-র কেওয়াইসি প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।

গাড়িতে FASTag তো নিশ্চয়ই আছে। তাহলে আগামী ৩১ জানুয়ারির মধ্যে আপনাকে অতি অবশ্যই একটি কাজ করতে হবে। নাহলে ১ ফেব্রুয়ারি থেকে FASTag অ্যাকাউন্ট নিষ্ক্রিয় বা ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে। সেক্ষেত্রে প্রচুর টাকা পড়ে থাকলেও FASTag ব্যবহার করতে পারবেন না। আর ৩১ জানুয়ারির মধ্যে কী কাজ করতে হবে, সেটা জানিয়েছে ন্যাশনাল হাইওয়ে অফ অথরিটি (NHAI)।

ন্যাশনাল হাইওয়ে অফ অথরিটির (NHAI) তরফে জানানো হয়েছে, একটি নির্দিষ্ট গাড়ির জন্য একাধিক FASTag ব্যবহার করা হচ্ছে বলে যে অভিযোগ উঠেছে, সেটার প্রেক্ষিতেই নয়া সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুধু তাই নয়, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (আরবিআই) নির্দেশিকা মেনেও চলা হচ্ছে না বলে অভিযোগ উঠেছে।

information- hindusthan times

Post a Comment

Previous Post Next Post