শিলিগুড়ির হোমে এক নাবালিকার ঝুলন্ত দেহ উদ্ধার
বুধবার ভোরে হোমের শৌচাগার থেকে উদ্ধার হয় নাবালিকার ঝুলন্ত মৃতদেহ। হোমের বিরুদ্ধে উঠেছে গাফিলতির অভিযোগ। পাশাপাশি প্রশ্ন উঠেছে মহিলাদের সুরক্ষা নিয়ে হোমের নিরাপত্তা নিয়ে। ধোঁয়াশা তৈরি হয়েছে মৃত্যুর কারণ নিয়েও। পুলিস নাবালিকার মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলিগুড়ি জেলা হাসপাতালে পাঠিয়েছে। গোটা ঘটনার তদন্তে করছে পুলিশ।
পুলিস সূত্রে জানা গিয়েছে, ওই নাবালিকা যৌন নিগ্রহের শিকার হয়, পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছিল।এরপর নিরাপত্তার জন্য তাকে রাখা হয় শিলিগুড়ির ওই হোমে। নির্যাতিতার পরিবার সূত্রে খবর, নাবালিকার ব্যবহারে অস্বাভাবিক কিছু ছিল না। নিয়মিত বাড়ির সঙ্গে যোগাযোগ ছিল তার। দিন কয়েকের মধ্যেই বাড়ি ফেরার কথা ছিল। কিন্তু বাড়ি ফেরার আগেই ঘটে গেল এই ঘটনা।
পরিবারের অভিযোগ হোমের গাফিলতিতে এই মৃত্যু হয়েছে। নির্যাতিতার পরিবার মেয়ের অস্বাভাবিক মৃত্যু নিয়ে হোমের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছে।