সায়ন ঘোষ, বনগাঁ : সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে ১৯৯২ সাল থেকে চতুর্থ শ্রেণীর বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে আসছে ‘প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ, পশ্চিমবঙ্গের’ পরিচালনায়। ৩ রা অক্টোবর থেকে ৭ ই অক্টোবর পর্যন্ত চলবে এই পরীক্ষা।
চতুর্থ শ্রেণীর ছাত্র ছাত্রীদের জন্য রাজ্য জুড়ে বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়েছে। রাজ্যের মোট ২৮৫০টি কেন্দ্রে ১ লক্ষ ৫৯ হাজার ৯০০ জন পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে। ৩ তারিখ ছিল প্রথম ভাষার পরীক্ষা। প্রথম দিনের পরীক্ষা সুষ্ঠু ভাবে সম্পন্ন হয়েছে। পরীক্ষার সূচি -৩ তারিখ বাংলা, ৪ তারিখ অংক,৫ তারিখ সমাজ বিজ্ঞান, ৬ তারিখ বিজ্ঞান ও ৭ তারিখ ইংরেজি। এই পরীক্ষায় কৃতীদের রাজ্যস্তরে ১২০০ টাকা ও জেলা স্তরে ৬০০ টাকা করে এককালীন বৃত্তি দেওয়া হবে।
বনগাঁ পরীক্ষা কেন্দ্রে মোট ৪৩৭ জন পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে। প্রথম দিনের পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। আজ অংক পরীক্ষা চলছে। প্রথমদিন ওই কেন্দ্রে অভিভাবকদের সঙ্গে পরীক্ষার উদ্দেশ্য নিয়ে বিস্তারিত আলোচনা করেন অধ্যাপক ড. প্রহ্লাদ গাইন। এ ছাড়াও উপস্থিত ছিলেন বনগাঁ আঞ্চলিক কমিটির উপদেষ্টা মন্ডলীর সদস্য শ্রী অনাথবন্ধু ঘোষ, সভাপতি শ্রী গৌরাঙ্গ রায়, শ্রী রমেশ চন্দ্র গোলদার, শ্রীমতী অরুনিমা সরকার, ভাস্কর মুখার্জি, অসিত চক্রবর্তী সহ অন্যান্যরা।
পর্ষদের বনগাঁ আঞ্চলিক কমিটির অন্যতম কর্মকর্তা ও সহ সভাপতি মন্ডলীর সদস্য শ্রী ভাস্কর মুখার্জি বলেন, শিক্ষার বিস্তার ছাড়া সমাজের অগ্রগতির বিকল্প কোনো পথ নেই। তাই আমাদের লক্ষ্য শিশুকাল থেকেই ছাত্র ছাত্রীদের মধ্যে লেখাপড়া সম্পর্কে উৎসাহ তৈরী করা। আর প্রাথমিক স্তরে একবার সেই উৎসাহ তৈরী হলে, সেই ছাত্র ছাত্রী জীবনে সফল হবেই। তাই তিনি অভিভাবকদের বলেন, আপনারাও নিজেদের ঘরে ছেলেমেয়েদের দিকে লক্ষ রাখুন। আমাদের রাজ্যের শিক্ষা ব্যবস্থার অসম্পূর্ণ জায়গাগুলোকে তিনি উল্লেখ করেন। সেই আলোচনায় অন্যান্য বক্তারাও নিজেদের মতামত জানান।