সায়ন ঘোষ, বনগাঁ : রক্তদান মহৎ দান। কখনও রক্ত সঙ্কট, কখনও বা রক্তের জন্য ছোটাছুটি। তারই মাঝে রোগীর পরিজনরা হারিয়ে ফেলেন তাঁদের প্রিয় মানুষকে। এক বোতল রক্ত এক মুমূর্ষ রোগীকে বাঁচিয়ে তুলতে পারে। কিন্ত অনেকসময় দেখা যায় সঠিক সময়ে সঠিক রক্ত পাওয়া যায় না চিকিৎসার জন্য। সাথেই ব্লাড ব্যাংক গুলিতেও রক্ত সংকট দেখা যায় প্রায়সই। এই রক্ত সংকটকে দূর করতেই প্রতি বছরের মতো এবছরেও এই উদ্যোগ নিতে দেখা গেল উত্তর ২৪ পরগনার এসএফআই (SFI) ও ডিওয়াইএফআই (DYFI) এর বনগাঁ শহর লোকাল কমিটির সদস্যদের।
রবিবার, বনগাঁ পাবলিক লাইব্রেরী ও টাউন হল রিডিং রুমে আয়োজন করা হয় স্বেচ্ছায় রক্তদান শিবির এবং মরণোত্তর দেহ দানের। এদিন রক্তদান শিবিরে বনগাঁর একাধিক মানুষকে দেখা যায় রক্ত দান ও মরণোত্তর দেহ দান করতে।
এবিষয়ে এসএফআই (SFI) এর বনগাঁ শহর লোকাল কমিটির সম্পাদিকা সঞ্চিতা পান্ডে বলেন, প্রতি বছরই সরকারী ব্লাড ব্যাংকে রক্ত সংকটকালীন পরিস্থিতি তৈরী হলে আমরা এসএফআই (SFI) ও ডিওয়াইএফআই (DYFI)-এর পক্ষ থেকে রক্তদান শিবিরের আয়োজন করি। এবার প্রায় ৭০ জনেরও বেশি মানুষ এসে রক্ত দান করেছেন। এছাড়াও তিনি জানান, করোনাকালীন সময়েও এক বছর আমরা হসপিটালে গিয়ে রক্তদান করেছি। লকডাউন পরবর্তী সময়েও রেড ভলেন্টিয়ার্স আঙ্গিকে ছাত্র-যুবদের পরিচালনায় রক্তদান শিবির আয়োজিত হয়েছে।
অন্যদিকে, ডিওয়াইএফআই (DYFI) বনগাঁ শহর লোকাল কমিটির সম্পাদক আনারুল বিশ্বাস জানান, চিকিৎসা বিজ্ঞানের গবেষণায় এবং সামাজিক দায়বদ্ধতা পালনে এগিয়ে এসে সাধারণ মানুষকে বিজ্ঞান মনষ্ক করে তুলতে এই বছরের আমাদের নতুন প্রয়াস অঙ্গদান শিবির। এই শিবিরে অভূতপূর্ব সাড়া পাওয়া গেছে বনগাঁবাসীর তরফ থেকে। অঙ্গ দান করেছেন ৫০ জনেরও বেশি মানুষ।
প্রসঙ্গত, সরকারী ব্লাড ব্যাংকের রক্তের চাহিদা পূরণে এসএফআই (SFI) ও ডিওয়াইএফআই (DYFI) এর আরো একটি মানবিক উদ্যোগ দেখতে পেরে খুশি বনগাঁ শহরবাসী।