বনগাঁয় ফটোগ্রাফার্স অ্যাসোসিয়েশনের পঞ্চম বার্ষিক সম্মেলন

5th-Anniversary-Conference-of-Photographers-Association-at-Bongaon

সায়ন ঘোষ, বনগাঁ : ফটোগ্রাফী নেশার পাশাপাশি বহু মানুষের পেশাও বটে। বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে ফটোগ্রাফি ও ফটোগ্রাফারকে ঐক্যবদ্ধ করার জন্য উত্তর ২৪ পরগনার বনগাঁতে অনুষ্ঠিত হল উত্তর ২৪ পরগনা ফটোগ্রাফার্স অ্যাসোসিয়েশন এর বনগাঁ ইউনিটের পরিচালনায় পঞ্চম বর্ষ প্রতিষ্ঠা দিবস ও পঞ্চম বার্ষিকী সম্মেলন।

মঙ্গলবার বনগাঁ নীলদর্পণ পেক্ষাগৃহে অনুষ্ঠিত হয় ফটোগ্রাফার্স অ্যাসোসিয়েশন -এর বনগাঁ ইউনিটের এই অনুষ্ঠান। এদিনের সম্মেলনে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ওয়েস্ট বেঙ্গল ফটোগ্রাফার্স অ্যাসোসিয়েশনের কার্যকরী সম্পাদক অভিজিৎ ব্যানার্জি, কনভেনার সত্যরঞ্জন সাউ, সম্পাদক পার্থসারথি চক্রবর্তী সহ বনগাঁ ইউনিটের সভাপতি দীপক কুমার পাল এবং সেক্রেটারি দীপঙ্কর সাহা। 

রাজ্য সম্পাদক পার্থসারথী চক্রবর্তী বলেন, ফটোগ্রাফারদের দুটি ভাগ। একটি ভাগে রয়েছেন প্রেস ফটোগ্রাফারেরা। অন্য অংশটি ইভেন্ট ফটোগ্রাফি। প্রেস ফটোগ্রাফারদের সরকারি স্বীকৃতি থাকলেও ইভেন্ট ফটোগ্রাফারদের সরকারি স্বীকৃতি নেই। ইভেন্ট ফটোগ্রাফারদের সরকারি স্বীকৃতি না থাকায় তাঁরা সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। অথচ সরকারি এবং বেসরকারি কাজের ক্ষেত্রে এই ইভেন্ট ফটোগ্রাফারদের ভূমিকা যথেষ্ট রয়েছে।


অন্যদিকে, বনগাঁ ইউনিটের সভাপতি দীপক কুমার পাল জানান, সম্মেলনের মূল উদ্দেশ্য হল, মফস্বল শহর বা পিছিয়ে পড়া গ্রাম থেকে উঠে আসা ফোটোগ্রাফার ও তাঁদের ফোটোগ্রাফিকে সঠিক মূল্যায়ন করা এবং একই সঙ্গে তাদের ফোটোগ্রাফি কাজকে সরকারিভাবে স্বীকৃতি দেওয়ার দাবি তুলে সংগঠন সংগঠিত হয়৷

প্রসঙ্গত, এদিনের সন্মেলনে নদিয়া, হুগলী, মুর্শিদাবাদ জেলার সহ উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ সহ ১৮ টি ইউনিট, হাবড়া, বসিরহাট, বারাসত, নৈহাটি, বিজপুর, মধ্যমগ্রাম, দমদম, নিউ ব্যারাকপুর, বারাকপুর, কাকিনারা জগদল, সোদপুর, খরদা, বাগদা, গাইঘাটা থেকে প্রায় তিনশ জন ফোটোগ্রাফার উপস্থিত ছিলেন৷

Post a Comment

Previous Post Next Post