প্রতিনিধি, বনগাঁ : রাতের অন্ধকারে বিজেপির ফ্লেস ,পতাকা ছিড়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাটি বনগাঁ পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডের আর.এস মাঠ সংলগ্ন এলাকার ঘটনা।
বৃহস্পতিবার ঘটনা স্থল পরিদর্শনে আসেন বনগাঁ সাংগঠনিক জেলার বিজেপির সভাপতি দেবদাস মন্ডল সহ একাধিক কর্মীরা। বিজেপির জেলা সভাপতির অভিযোগ ১৫ আগস্টের জন্য আমাদের পার্টি অফিসের এর পাশে সাজানো পতাকা ও ফ্লেক্স ও লাগানো ছিল, সেই গুলি গতকাল রাতের অন্ধকারে তৃণমূলের হার্মাদ বাহিনী এসে ছিঁড়ে দেয়, সাথে পতাকা ফেলে দেয়।
প্রসঙ্গত, এর আগেও এমন দুই বার এমন ঘটনা ঘটেছে বলে দাবি বিজেপির জেলা সভাপতির। পাশাপাশি তিনি এও অভিযোগ করেন যে ব্যক্তি বিজেপি পার্টি বা অফিসের জন্য ঘর ভাড়া দিয়েছে তাকে বিভিন্ন রকম ভাবে হুমকি দেওয়া হচ্ছে এবং মারধর করা হচ্ছে। আগামী দিনে মানুষের জবাব দেবে।
'তোমাদের পাশে আমরা' দায়বদ্ধতায় বনগাঁর পড়ুয়ারা
অন্যদিকে, এই অভিযোগ অস্বীকার করে তৃণমূল নেতা মনোতোষ নাথ। তিনি বলেন, বনগাঁতে বিজেপির মধ্যে পদ পাওয়া নিয়ে প্রচুর গোষ্ঠী দ্বন্দ্ব রয়েছে। নিজেরাই ফ্লেক্স পতাকা ছেড়ে তৃণমূলের নামে দোষ দিচ্ছে।