প্রতিনিধি, বনগাঁ : ভারত ১৯৪৭ সালের ১৫ অগস্ট স্বাধীনতার লাভ করে, কিন্তু স্বাধীনতার দিনে বনগাঁ শহর তদানীন্তন পূর্ব পাকিস্তানে অন্তর্ভুক্ত ছিল। বনগাঁ পূর্ব পাকিস্তানে থেকে যাওয়ায় সে সময়ে মুসলিম লিগের পক্ষ থেকে শহরে উৎসব করা হয়। তবে, বনগাঁ মহকুমা সহ বনগাঁ ও গাইঘাটাকে ১৮ অগস্ট ভারতের তৎকালীন অবিভক্ত ২৪ পরগনা জেলার সঙ্গে যুক্ত করা হয়। পরবর্তীতে তা উত্তর ২৪ পরগণা হয়।
১৮ আগস্ট, শুক্রবার সীমান্ত শহর বনগাঁ মহকুমা আদালত চত্বরে স্বাধীনতা দিবস পালন করা হয়। এদিন আদলত চত্বরে এই উপলক্ষে এক অনুষ্ঠানে আইনজীবীদের পক্ষ থেকে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। অনুষ্ঠানে বর্ষীয়ান আইনজীবীরা ১৮ আগস্ট স্বাধীনতা দিবস পালনের তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন। এদিনের অনুষ্ঠানে ল’ইয়ার্স অ্যাসোসিয়েশন, বার অ্যাসোসিয়েশন, সঙ্গে যুক্ত আইনজীবী, ল’ক্লার্কসহ আদালতে আসা মানুষজন ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।