Raksha Bandhan : রাখীবন্ধনে সম্প্রীতির বার্তা বনগাঁয় সাহিত্য একাডেমি'র

Bangaon-Sahitya-Academys-message-of-harmony-on-Rakhibandhan

সায়ন ঘোষ, বনগাঁ : আজ, বৃহস্পতিবার রাখীবন্ধন উৎসব। ভাই এবং বোনের পবিত্র সম্পর্ককে আরও শক্তিশালী করার একটি উৎসব এই রক্ষা বন্ধন বা রাখীবন্ধন। রক্ষাবন্ধনে বোনেরা তাদের ভাইয়ের কব্জিতে রাখি বাঁধেন। রাখীকে রক্ষা সূত্রও বলা হয়। ভার্চুয়ালের দুনিয়ায় দূরদূরান্ত থেকে রাখী আসছে ভাই ও দাদা দের জন্য।

এদিন উত্তর ২৪ পরগনার বনগাঁয় সাড়ম্বরে পালিত হলো রাখীবন্ধন উৎসব। বৃহস্পতিবার বনগাঁর সাহিত্য একাডেমির পরিচালনায়  রাখীবন্ধন উৎসব কে সামনে রেখে গোটা বনগাঁ শহর পরিক্রমা করা হয়।

এদিনের আয়োজনে শিক্ষক, শিক্ষার্থীরা সহ প্রায় ৭০০ জন ছাত্র ছাত্রী সামিল হয় আজকের উৎসবে। গান, কবিতার সাথে নিত্য পথযাত্রীদের রাখী পরিয়ে উৎসাহিত করেন তাঁরা।

সাহিত্য একাডেমীর পক্ষ থেকে শিক্ষক দেবদাস দেব বলেন, "আমরা সাম্প্রদায়িক বিভেদ ভুলে সবাই একসাথে বাঁচার জন্য আজকের এই রাখীবন্ধন উৎসব আয়োজন করেছি। যার মাধ্যমে আমরা সম্প্রীতির বার্তা দিতে চাই।" এদিনের এমন উৎসবে সামিল হতে পেরে খুশি ছাত্র ছাত্রীরা।

Post a Comment

Previous Post Next Post