বনগাঁ কলেজের সামনেই তৃণমূলের ফ্লেক্স পুড়িয়ে দেয়ার অভিযোগ

Allegation-of-Trinamool-burning-flex-in-front-of-Bongaon-College

প্রতিনিধি, বনগাঁ : তৃণমূলের ঘাটিতে এসেই তৃণমূল ছাত্র পরিষদের ফ্লেক্স, ব্যানার, পতাকা পুড়িয়ে দেয়ার অভিযোগ বিরোধীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বনগাঁ দীনবন্ধু মহাবিদ্যালয়ে। ঘটনায় তৃণমূল ছাত্র পরিষদ তরফ থেকে লিখিত অভিযোগ জানানো হয়েছে বনগাঁ থানায়।

রবিবার সকালে বনগাঁ দীনবন্ধু মহাবিদ্যালয় তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে বনগাঁ থানায় একটি লিখিত অভিযোগের মাধ্যমে জানানো হয়। বনগাঁ দীনবন্ধু মহাবিদ্যালয়ের সামনে তৃণমূল ছাত্র পরিষদের ফ্লেক্স, ব্যানার ও পতাকা পুড়িয়ে দিয়েছে বিরোধীরা। অভিযোগ, রাতের অন্ধকারে বিরোধীরা এই কাণ্ড ঘটিয়েছে। বনগাঁ দীনবন্ধু মহাবিদ্যালয় তৃণমূল ছাত্র পরিষদের শক্ত ঘাটি হওয়ায় বিরোধীরা ভয় পেয়ে এমন কান্ড ঘটিয়েছে বলে দাবি তাদের।

এই বিষয়ে বনগাঁ দীনবন্ধু মহাবিদ্যালয় তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি রাজেশ দে বলেন, নবাগত ছাত্র-ছাত্রীদের শুভেচ্ছা জানাতে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে যে ফ্লেক্স মুখ্যমন্ত্রীর ছবিসহ কলেজগেটে লাগানো হয়েছিল সেই ফ্লেক্স রাতের অন্ধকারে দুষ্কৃতীরা পুড়িয়ে দিয়েছে।

যদিও অন্যদিকে, এই ঘটনা নিয়ে বিজেপির পক্ষ থেকে বনগাঁ উত্তর পৌর মন্ডল যুব মোর্চার সভাপতি রাজীব রায় জানান, এবিভিপি এই ধরনের রাজনীতিতে বিশ্বাস করে না। ভেঙে দেওয়া পুড়িয়ে দেওয়ার কালচার তৃণমূলের তা গোটা বাংলা জানে। যা ঘটেছে  তৃণমূলের গোষ্ঠীদ্বন্দের ফল।

উল্লেখ্য, বনগাঁ দীনবন্ধু মহাবিদ্যালয়য়ে এমন ঘটনা তাজ্জব। বিজেপি বা সিপিআইএম এর প্রভাব নেই বললেই চলে। এই ঘটনায় বনগাঁ থানার পুলিশ তদন্ত শুরু করেছে।

Post a Comment

Previous Post Next Post