বাংলায় ৩৫৫ ধারা প্রয়োগের দাবি তুললেন অধীর চৌধুরী
কী আছে Article 355 ধারায়?
রাজ্যের পঞ্চায়েত নির্বাচনে ভয়াবহ হত্যালীলায় ফের একবার প্রশ্ন চিহ্নের সামনে দাঁড় করিয়েছে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে। অভিযোগ, আগুনে জীবন্ত পুড়িয়ে দেওয়া হয়েছে ৮জনকে। এনিয়ে এবার মুখ খুললেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী। তিনি বলেন, যে বিষধর সাপ বাংলার মুখ্যমন্ত্রী পুষেছেন সেই বিষধর সাপের কামড়েই একদিন তৃণমূল শেষ হবে। পশ্চিমবঙ্গে আজকের যা ভয়ঙ্কর পরিস্থিতি তাতে আমার মনে হয়, পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে আর্টিকেল ৩৫৫ প্রয়োগ করার সময় এসে যাচ্ছে। আমি এই কথাটা রাষ্ট্রপতির কাছে জানাব। বাংলায় ৩৫৫ ধারা প্রয়োগ করার বিষয়টি বিবেচনা করার সময় এসে গিয়েছে।
পাশাপাশি বিজেপিও এই ঘটনায় কেন্দ্রীয় হস্তক্ষেপের দাবি তুলেছেন। এদিকে অধীর চৌধুরীর দাবি প্রসঙ্গে তৃণমূল নেতা পার্থ চট্টোপাধ্যায় বলেন, তারা চাইতেই পারেন। এর আগে রাষ্ট্রপতি শাসনের দাবিও তোলা হয়েছিল।
কিন্তু প্রশ্ন উঠছে কী আছে এই ৩৫৫ ধারায়! এই ধারায় বলা হয়েছে, বাইরের আগ্রাসন ও ঘরোয়া গন্ডগোল থেকে রাজ্যকে রক্ষা করা কেন্দ্রের কর্তব্য।
সেক্ষেত্রে এবার কি কেন্দ্র হস্তক্ষেপ করবে বাংলার শাসনে?
প্রসঙ্গত, বাম জমানায় তৃণমূলও মাঝেমধ্যেই বাংলায় ৩৫৫ ধারা প্রয়োগের দাবি তুলতেন। কেন্দ্রের তৎকালীন কংগ্রেস সরকারের কাছে তাঁরা এই দাবি জানাতেন। এবার সেই একই দাবি উঠছে বাংলার তৃণমূল সরকারের বিরুদ্ধে।