প্রতিনিধি, বারাসাত : ২০২২ টেট পাস ঐক্যমঞ্চের পক্ষ থেকে শুক্রবার ডেপুটেশন কর্মসূচির আয়োজন করা হয় উওর ২৪ পরগণা প্রাথমিক শিক্ষা সংসদ ভবন বারাসাতে। এদিন পূর্বনির্ধারিত সময় অনুসারে সকাল ঠিক ১১:৩০ টার সময় বারাসাত তিতুমির বাসস্ট্যান্ড থেকে একটি মিছিল করে উত্তর ২৪ পরগনার ২০২২ টেট পাস প্রার্থীরা বারাসাত ডিপিএসসি ভবনে মাননীয় চেয়ারম্যান দেবব্রত সরকার মহাশয়ের সাথে দেখা করেন এবং ৬ দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি জমা দিয়ে তাদের দাবি তাকে জানান। ২০২২ টেট পাস প্রার্থীদের মূল দাবি গুলি ছিল - প্রাথমিকে বর্তমান নিয়োগ প্রক্রিয়া দ্রুত সমাধান করে ২০২২ টেট উত্তীর্ণদের নিয়োগ প্রক্রিয়া দ্রুত শুরু করা এবং রাজ্যের সমস্ত প্রাথমিক স্কুলগুলিতে পরিকাঠামগত মানোন্নয়ন করে পঞ্চম শ্রেণীকে অন্তর্ভুক্তকরণ।
টেট পাস প্রার্থীরা এদিন মাননীয় চেয়ারম্যানের সাথে দেখা করে তাদের দাবি তুলে ধরলে, তিনি তাদেরকে আশ্বস্ত করে বলেন আগামীতে যত দ্রুত সম্ভব নিয়োগ প্রক্রিয়া শুরু করা যায় তা তিনি দেখবেন এবং পর্ষদ সভাপতির সাথে তিনি এ বিষয়ে কথা বলবেন বলেও প্রার্থীদের জানান ।
এদিন ডেপুটেশন কর্মসূচিতে যোগ দেবার জন্য উত্তর ২৪ পরগনা বিভিন্ন প্রান্ত থেকে তথা বাগদা, বনগাঁ, গাইঘাটা,গোপালনগর, গোবরডাঙ্গা, মধ্যমগ্রাম, কদম্বগাছি, হাসনাবাদ, হিঙ্গলগঞ্জ ,বাদুড়িয়া থেকে ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।
ডেপুটেশনের পক্ষে 2022 টেট পাস প্রার্থী তৌসিফ ইসলাম জানান, রাজ্যে এখনো বহু স্কুলে প্রাথমিকে পঞ্চম শ্রেণীকে যুক্ত করা হয়নি, যত দ্রুত সম্ভব প্রাথমিকে পঞ্চম শ্রেণীকে যুক্ত করে আপডেটেট শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া দ্রুত শুরু করতে হবে । ডেপুটেশনের পক্ষে বিদেশ গাজি জানান, ২০২২ টেট যেহেতু স্বচ্ছ হয়েছে তাই নিয়োগ প্রক্রিয়াও যত দ্রুত সম্ভব স্বচ্ছতার সঙ্গে শুরু করতে হবে।
দেবব্রত বাবুর কথা শুনে প্রার্থীরা আশ্বস্ত হলেও তারা এও জানিয়েছেন তাদের দাবি সঠিক সময় মত পূরণ না হলে আগামীদিনে তারা রাজ্য স্তরে বৃহত্তর আন্দোলনের পথে যাবেন।
২০২২ টেট পাস ঐক্যমঞ্চ শুধু উত্তর ২৪ পরগনাতে নয়, এটি রাজ্যের বিভিন্ন জেলাতে একটি শক্তিশালী সংগঠন হিসাবে কাজ করছে। ইতিমধ্যেই তারা পশ্চিম মেদিনীপুর ,বাঁকুড়া, বীরভূম সহ বেশ কয়েকটি জেলাতে ডেপুটেশন কর্মসূচী শেষ করেছে। অন্যান্য জেলাগুলিতেও আগামীতে ডেপুটেশন কর্মসূচি চলবে বলে এই ঐক্যমঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে।