সাড়ম্বরে পালিত হল আনন্দ মূর্তিজি-র ১০২তম জন্ম দিবস, রক্তদান শিবির

Anand-Murthyjis-102nd-birth-anniversary-was-celebrated-at-Sambar-blood-donation-camp


নিজস্ব প্রতিবেদন : রক্তের কোন বিকল্প নেই, মানুষের প্রয়োজনে মানুষকেই রক্ত দিতে হয় তাই রক্তদান জীবন দান, রক্তদান মহৎ দান এই আদর্শকে সামনে রেখে শ্রী শ্রী আনন্দ মূর্তিজি- ১০২তম জন্ম দিবস উপলক্ষ্যে এক রক্তদান শিবিরের আয়োজন করে স্কুল কর্তৃপক্ষ পরিবেশ রক্ষার উদ্দেশ্যে আনন্দ মার্গ স্কুলের পক্ষথেকে রক্তদাতাদের একটি করে বৃক্ষের চারা উপহার দেওয়া হয়স্কুল অঙ্গনে আয়োজিত এদিনের রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন স্কুল কর্তৃপক্ষসহ অভিভাবকবৃন্দ এদিন সকালে বনগাঁর আনন্দমার্গ স্কুলে তাঁর প্রতিকৃতিতে মাল্যদান করেন স্কুলের প্রিন্সিপাল কৃষ্ণনাথানন্দ অবধূতসহ স্কুলের অন্যান্য শিক্ষক শিক্ষাকর্মীগণ শিবিরে বনগ্রাম মহকুমা হাসপাতালের ব্লাড ব্যাঙ্কের দায়িত্ব প্রাপ্ত চিকিৎসক ডাঃ জি. পোদ্দারের নেতৃত্বে স্বাস্থ্যকর্মীগন মোট ৩৩ জন স্বেচ্ছা রক্তদাতার রক্ত সংগ্রহ করেন রক্তদাতাদের মধ্যে কয়েকজন মহিলার উপস্থিতিও চোখে পড়ে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ উদ্যোক্তাগণ রক্তদাতাদের শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করেন

Anand-Murthyjis-102nd-birth-anniversary-was-celebrated-at-Sambar-blood-donation-camp


Post a Comment

Previous Post Next Post