সায়ন ঘোষ, বনগাঁ : বৈশাখ এলেই বাঙালি যেন একটু বেশি করে ডুবে থাকে রবীন্দ্র ভাবনায়। এবারেও তার অন্যথা হয়নি। আজ ২৫ বৈশাখ, রবি ঠাকুরের ১৬২ তম জন্মজয়ন্তী। সকাল থেকেয় উত্তর ২৪ পরগণার বনগাঁ পৌরসভার ব্যবস্থাপনায় জ্যোতিশ্মরম নৃত্য সংস্থার পরিচালনায় কবি গুরুকে স্মরণ করে অনুষ্ঠিত হল 'কবিপ্রণাম'।
দুই বাংলাজুড়েই প্রায় গোটা বৈশাখ মাসজুড়েই হয় রবি-স্মরণ। তবে আজকের দিনটা একটু বেশিই কাছের, আজ সেই দিন, 'জন্মেরও প্রথম শুভক্ষণ'। রবীন্দ্রনাথের গান-কবিতা-গল্প-উপন্যাস-নাটক নিয়ে আজ দিনভর চর্চা সাথে তাঁর সৃষ্টিতেই নিমগ্ন ছিল গোটা বনগাঁবাসী। সব মিলিয়ে আট থেকে আশি উপস্থিত ছিলেন বনগাঁর নীলদর্পণ অডিটোরিয়ামে জ্যোতিশ্মরম নৃত্য সংস্থার পরিচালনায় 'কবিপ্রণাম' অনুষ্ঠানে।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বনগাঁর একাধিক নৃত্য সংস্থা এবং আবৃতিকার থেকে শুরু করে বিশিষ্ট মানুষ। জ্যোতিশ্মরম নৃত্য সংস্থার পক্ষ থেকে দীপশিখা ঘোষ ভৌমিক জানান, উৎসব-উদযাপনে আয়োজন যেমন থাকে, আবার আড়ম্বরের আতিশয্যে অনেকসময়ই মানুষের মন থেকে হারায় রবীন্দ্র ভাবনা। সেই ভাবনা বিকোশিত হোক, প্রতি দিন, বারো মাস, বছর ভর। এই হোক ২৫ বৈশাখের মূল প্রার্থনা।