প্রতিনিধি, বনগাঁ : রাজ্য সরকার দুয়ারে সরকারের মধ্য দিয়ে ৬৩টি জনমুখী প্রকল্প সাধারণ মানুষের মধ্যে পৌঁছে দেয়। কিন্তু বনগাঁ পৌরসভা অভিনব উদ্যোগ নিল মঙ্গলবার।
যে সমস্ত নাগরিক দুয়ারে সরকার চলাকালীন রাজ্য সরকারের নানা প্রকল্পের পরিষেবা নেওয়ার জন্য আবেদন করতে পারেন না তারা অন্য সময়ে সরাসরি বনগাঁ পৌরসভার জনতার দরবার নামে এই ঘরে এসে আবেদন জানাতে পারবেন। মঙ্গলবার বনগাঁ পৌরসভার পৌর প্রধান গোপাল শেঠ ও অন্যান্য কাউন্সিলর এর উপস্থিতিতে রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ এই ঘরের সূচনা করেন।
এদিন রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ বলেন, বনগাঁ পৌরসভার একটি অভিনব উদ্যোগ নিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ৬৩ কি জনমুখী প্রকল্প সাধারণ মানুষের মধ্যে পৌঁছে দেওয়ার জন্যই জনতার দরবারে এই ঘর উদ্বোধন করল। আমজনতা দুয়ারে সরকার যখন চলবে না তখন নানা প্রকল্পের পরিসেবা পেতে পৌরসভা এসে এই ঘরে আবেদন করতে পারবে ।