প্রতিনিধি, কলকাতা : অবশেষে মুকুল রায়ের অন্তর্ধানের রহস্য ভেদ করলেন মুকুল পুত্র শুভ্রাংশু রায়। মঙ্গলবার সকালে সাংবাদিক সম্মেলন করে তার বাবার হঠাৎ অন্তর্ধান রহস্যের চাবিকাঠি খুলে দেন।
মুকুল পুত্র শুভ্রাংশু রায়ের দাবি তার বাবা শারীরিক ও মানসিকভাবে এতটাই অসুস্থ যে ঠিকমতো নিজের পরিবারের নাতি-নাতনিদের নাম পর্যন্ত তিনি মনে রাখতে পারেন না। এই অবস্থায় তাকে নিয়ে রাজনীতি করা হচ্ছে। শুভ্রাংশুর আরো দাবি এজেন্সি থেকে কোন এক অবাঙালি ব্যবসায়ীকে বলা হয় এয়ারপোর্টে থাকা মুকুলার হাতে ৫০ হাজার টাকা পৌঁছে দিতে। না হলে মুকুল রায় প্লেনের টিকিট কেটে কিভাবে দিল্লি গেল সেটাও তিনি প্রশ্ন তোলেন।
তিনি এদিন বাবার সম্প্রতি করা এমআরআই এবং সিটি স্ক্যানের রিপোর্ট সাংবাদিকদের সামনে তুলে ধরে মানসিক ভারসাম্যহীনতা এবং স্মৃতিশক্তি বিলোপের কথাও তিনি উল্লেখ করেন। মুকুল পুত্র শুভ্রাংশ আরো জানান সোমবার সন্ধ্যা সাড়ে ছটা নাগাদ তার সাথে বাবার সর্বশেষ কথা হয়েছে। তাকে কেন দিল্লি নিয়ে যাওয়া হয়েছে সে সম্পর্কেও কিন্তু শুভ্রাংশ কিছু জানেন না বলে ব্যক্ত করেন।