পুরনোতেই আস্থা তৃনমূলের, বনগাঁ সাংগঠনিক জেলা কমিটিতে নাম শংকর আঢ্যের

Astha-Trinamool-in-the-past-the-name-of-Shankar-Adhyay-in-Bangaon-organizational-district-committee

প্রতিনিধি, বনগাঁ : উত্তর ২৪ পরগণার বনগাঁর রাজনীতিতে দীর্ঘ দিন পর ফের নতুন দায়িত্বে শংকর আঢ্য। বৃহস্পতিবার বিকেলে তৃনমূলের দলীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে  নতুন ভাবে বনগাঁ সাংগঠনিক জেলা কমিটি ঘোষণা করে তৃণমূল। আর সেখানেই বনগাঁ জেলা কমিটিতে সাধারণ সম্পাদক হিসেবে জায়গা পেয়েছেন বনগাঁ শহর প্রাক্তন তৃণমূল সভাপতি শংকর আঢ্য৷

এদিন নতুন জেলা নেতৃত্বের নাম ঘোষণা করেন বনগাঁ সাংগঠনিক জেলার তৃণমূল সভাপতি বিশ্বজিৎ দাস। বিশ্বজিৎ বাবু বলেন দলের সিদ্ধান্ত অনুযায়ী নতুন পুরনোদের প্রাধান্য দিয়ে এই কমিটি তৈরি করা হয়েছে।বনগাঁ বাগদা গাইঘাটা সহ বনগাঁ সংগঠনিক জেলার সব বিধানসভাকে প্রাধান্য দিয়েই এই কমিটি তৈরি করা হয়েছে বলে জানা গিয়েছে৷ তবে পরবর্তীতে ব্লক কমিটি ঘোষণা করা হবে৷ 

উল্লেখ্য শংকর আঢ্যকে দল চেয়ারম্যানের পদ থেকে এবং শহর সভাপতির পর থেকে সরিয়ে দিয়েছিল। তাকে নতুন করে কমিটিতে নেওয়ার প্রশ্নে বিশ্বজিৎ বাবু বলেন শংকর আঢ্য তৃণমূল এই ছিল দল তাকে মনে করেছে তাই আবার দায়িত্ব দিয়েছেন৷

অন্যদিকে, শংকর বাবু বলেন, আমি তৃণমূলের সৈনিক। দল আমাকে যে দায়িত্ব দেবে সে দায়িত্বই পালন করব৷

Post a Comment

Previous Post Next Post