Saktigarh High School : মিড-ডে মিলে গাফিলতির অভিযোগ, শক্তিগড় স্কুলের খাতা সিল পৌরসভার

Allegations-of-negligence-in-the-mid-day-meeting-municipality-seals-Shaktigarh-school-accounts


প্রতিনিধি, বনগাঁ : রাজ্যে বিভিন্ন পুরসভায় মিড ডে মিলের (Mid Day Meal) খাবারের গুনগত মান যাচাই ও কাজকর্ম খতিয়ে দেখার জন্য ঘুরে বেড়াচ্ছে পুরসভারই এক প্রতিনিধি দল। শনিবার উত্তর ২৪ পরগণা জেলার বনগাঁ পৌরসভার প্রতিনিধিরা শক্তিগড় হাই স্কুলে মিড ডে মিলের হিসেব খতিয়ে দেখতে গিয়ে বিপত্তিতে স্কুল কর্তৃপক্ষ। পৌরসভার অভিযোগ ৬৫ শতাংশ মিড ডে মিলের চালের হিসেব নেই স্কুলের কাছে।

উল্লেখ্য, সকল পৌর এলাকার আপার প্রাইমারি স্কুল গুলির মিড ডে মিলের চাল সাপ্লাই এর দায়িত্বে রয়েছে নির্দিষ্ট পৌরসভা। সে ক্ষেত্রে শক্তিগড় হাই স্কুল পৌরসভার কাছ থেকে ৫২১ জনের জন্য চাল নিয়ে থাকে। আর এখানেই একটি বড় গাফিলতি আছে বলে মনে করছেন পৌর প্রতিনিধি দল।

প্রসঙ্গত, এই কারণে প্রধান শিক্ষকের সামনেই স্কুলের উপস্থিতি খাতা সিল করে দেন বনগাঁ পৌরসভার চেয়ারম্যান সহ পৌরসভার বিশেষ প্রতিনিধি দল। বনগাঁ পৌরসভার চেয়ারম্যান গোপাল শেঠ বলেন, এই বিষয়ে সঠিক তদন্ত করবার জন্য মহকুমা শাসক কে ফোনে আবেদন জানিয়েছি এটি খতিয়ে দেখার জন্য।

অন্যদিকে, শক্তিগড় হাই স্কুলের প্রধান শিক্ষক প্রদীপ সরকার বলেন, পৌর  আধিকারিকদের সাথে আমরা সম্পূর্ন সহযোগিতা করেছি। আমাদের খাতায় যাবতীত তথ্য রয়েছে। ওনারা খতিয়ে দেখছেন। আমাদের স্কুলের নির্দিষ্ট পরিমান মিড ডে মিল দেওয়া হয়। তাঁর যথাযথ হিসেব রয়েছে।

পাশাপাশি এদিন স্কুলের মধ্যে শিক্ষকরা মুখ্যমন্ত্রীর কথার প্রতিবাদ জানিয়ে এ বি টি এর প্রতিবাদ ব্যাচ পরে স্কুলে ক্লাস করানোয় সমালোচনা করেন বনগাঁ পুরসভার চেয়ারম্যান গোপাল শেঠ।

Post a Comment

Previous Post Next Post