বিএসএফ এর তৎপরতায় ভারত-বাংলাদেশ সীমান্তে ৪১ প্যাকেট মাছের ডিম আটক

41-packets-of-fish-eggs-were-seized-at-the-India-Bangladesh-border-during-BSF-operations

সমাচার ওয়েবডেক্স : সীমান্ত থেকে মাছের ডিম ভর্তি ৪১ টি প্লাস্টিকের ব্যাগ আটক করল বিএসএফ জওয়ানরা। আটক করা মাছের ডিমের বাজার মূল্য ৫,৭৫,০০০/- টাকা।  এসব মাছের ডিম ভারত থেকে বাংলাদেশে পাচারের চেষ্টা করছিল চোরাকারবারীরা।

সুত্রে জানা গেছে, বোলতলা সীমান্ত চৌকিতে, ১১৮ তম বর্ডার সিকিউরিটি ফোর্সের জওয়ানরা  দেখেন কিছু চোরাকারবারী তাদের কাঁধে প্লাস্টিকের বস্তা নিয়ে গভীর রাতে সীমান্তের দিকে দ্রুত যাচ্ছে।  এর পরে জওয়ানরা তাদের তাড়া করে থামতে বলে, তখন জওয়ানদের কাছে আসতে দেখে চোরাকারবারীরা ভয় পেয়ে যায় এবং মালামাল সেখানে রেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।  তারপর জওয়ানরা এলাকায় তল্লাশি চালায় এবং সেখান থেকে মাছের ডিম ভর্তি ২১ টি প্লাস্টিকের ব্যাগ উদ্ধার করা হয়।

অন্যদিকে বসিরহাটের ঘোজাডাঙ্গা বর্ডার ফাঁড়ির জওয়ানরা, ঘোজাডাঙ্গা বর্ডার সংলগ্ন জায়গা থেকে মাছের ডিম  মোট ২০ টি প্লাস্টিকের ব্যাগ উদ্ধার করেছেন। জব্দকৃত মাছের ডিম পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সংস্থার কাছে হস্তান্তর করা হয়েছে।


Post a Comment

Previous Post Next Post