সায়ন ঘোষ, বনগাঁ : মোদের গরব মোদের আশা, আহা মরি বাংলা ভাষা। আজ ২১ শে ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। যে ভাষা আমাদের গর্ব, ভালোবাসা ও স্নেহের আলোয় জর্জরিত, সেই ভাষারই উদযাপনের দিনটি হল আজ।
বাংলাদেশে বহু মানুষ তাদের মাতৃভাষার জন্য আত্মত্যাগ করেছেন। তাদের মধ্যে অন্যতম হলেন রফিক, জব্বার, শফিউল, সালাম, বরকত সহ অনেকেই। তাদের সকলকে শ্রদ্ধার্ঘ্য জানিয়ে আজ বনগাঁ পেট্রাপোল সীমান্তে পালিত হল আন্তর্জাতিক ভাষা দিবস।
প্রতিবছর এই দিনটিতে ভারত ও বাংলাদেশ দুপারের ভাষা প্রেমী মানুষেরা দেশভাগের কাঁটাতার উপেক্ষা করে একত্রিত হন। নোম্যান্সল্যান্ডে শহীদ বেদীতে মালাদান করে, দু'দেশের যৌথ উদ্যোগে নোম্যান্সল্যান্ডে চলে যৌথ সাংস্কৃতিক অনুষ্ঠান।
তবে করোনা পরিস্থিতি পর থেকেই কিছুটা ব্যতিক্রম। দু'দেশে আলাদা আলাদা ভাবে অনুষ্ঠানের মাধ্যমে পালিত হলো আজকের দিনটি।
প্রশাসনিক নির্দেশে এবছর দুপারের দু'দেশের মানুষ মিলিত হয়ে দিনটি উদযাপন করতে পারলেন না। কিন্তু ভিন্নভাবে ভারত-বাংলাদেশ পেট্রাপোল সীমান্তের জিরো পয়েন্টে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়।
এদিন সকালে ছয়ঘড়িয়া পঞ্চায়েত -এর পক্ষ থেকে পেট্রাপোল সীমান্তে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন অনুষ্ঠানে অংশগ্রহণ নিয়েছেন বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস, ছয়ঘড়িয়া পঞ্চায়েতের প্রধান প্রসেনজিৎ ঘোষ, বনগাঁ পুরসভার চেয়ারম্যান গোপাল শেঠ সহ জনপ্রতিনিধিরা।
এছাড়াও এদিন পেট্রাপোল এক্সপোর্ট অ্যান্ড ইমপোর্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এর প্রতিনিধিরা মিলিত হয়ে শহীদ বেদীতে শ্রদ্ধার্ঘ্য জানান।
পাশাপাশি বাংলাদেশের জনপ্রতিনিধিরাও আসেন এদিন। সকলেই মালা ও মিষ্টি নিয়ে উপস্থিত হন। শহীদ বেদীতে যৌথভাবে শ্রদ্ধার্ঘ্য জানিয়ে মাল্যদান করেন তাঁরা।