CCTV Camera : বনগাঁয় সিসি ক্যামেরা নিয়ে সচেতনতা

Awareness-about-CC-cameras-in-Bangaon

প্রতিনিধি, বনগাঁ : সরকারি অফিস হোক কিমবা কোনো প্রেক্ষাগৃহ। আপনার নিরাপত্তার জন্য চারদিকে সিসি ক্যামেরা লাগিয়ে দিলে আপনি সবসময় সেখানে নজর রাখতে পারবেন। সাময়িক সময় হলেও সেই ভিডিও ফুটেজ সংরক্ষণ করে রাখবে সেই সিসি ক্যামেরা।

শনিবার বনগাঁয় এই সিসি ক্যামেরার প্রয়োজনীয়তা নিয়েই সাধারণ মানুষের সমুখে সরাসরি প্রদর্শন করা হয়। আয়োজনে ছিলেন বনগাঁর প্রচলিত সিকিউরিটি সংস্থা রাহা সিকিউরিটি সিস্টেম।

এদিন বনগাঁ বাটার মোড় সংলগ্ন এলাকায় রাহা সিকিউরিটি সিস্টেম এর প্রতিনিধি সহ নামী সিসি ক্যামেরা সংস্থা হিকভিশন (Hikvision) এর একদল প্রতিনিধি দল এসে সাধারণ মানুষদের সামনে সিসি ক্যামেরার প্রয়োজনীয়তা সম্পর্কে সরাসরি সচেতন করেন।

বনগাঁর রাহা সিকিউরিটি সিস্টেম এর কর্নধার সুপ্রিয় রাহা বলেন, আজকের আধুনিক সময়ে এসে দাঁড়িয়ে সিসি ক্যামেরা একটা অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। অফিস থেকে শুরু করে বাড়িতে সব জায়গায় এখন সিসি ক্যামেরা খুব প্রয়োজন। সেই কারনেই সাধারণ মানুষের মধ্যে সিসি ক্যামেরার গুরুত্ব ঠিক কতটা, সেটা বোঝাতেই আজকের এই আয়োজন।

Post a Comment

Previous Post Next Post