প্রতিনিধি, বনগাঁ : প্রেমের সম্পর্কের জেরে আত্মঘাতী যুবক। দোষীর শাস্তির দাবিতে বনগাঁ থানার সামনে বিক্ষোভ ও অবরোধ স্থানীয় বাসিন্দাদের।
যুবকের আত্মহত্যার ঘটনায় প্রেমিকা ও তার পরিবারের বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগ এনেছিল মৃত যুবকের পরিবার। সেই ঘটনার প্রায় সাত দিন কেটে গেলেও অভিযুক্তরা এখনো পর্যন্ত কেউই গ্রেপ্তার হয়নি। এমনই অভিযোগ এনে অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে বনগাঁ থানার সামনে পথ আটকে রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করেন স্থানীয় বাসিন্দারা।
রবিবার বিকেল সাড়ে চারটে থেকে এই অবরোধ শুরু হয়। মৃত যুবকের নাম সাগর সমাদ্দার। গত ২৮ শে আগস্ট বনগাঁ থানার শিমুলতলার বাড়িতে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন যুবক। ছেলেটির পরিবারের তরফ থেকে প্রেমিকা ও তার বাবার বিরুদ্ধে বনগাঁ থানায় অভিযোগ দায়ের করা হয়।
দোষীদের গ্রেফতারের দাবিতে, পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ এনে অবরোধ করেন বাসিন্দারা। অভিযোগ কারীদের অভিযোগ মেয়েটির পরিবারের বিরুদ্ধে কোনো রকম পদক্ষেপ নেয়া হয়নি প্রশাসনের পক্ষ থেকে। বিক্ষোভকারীদের দাবি প্রায় চার বছরের প্রেমের সম্পর্ক ছিল তাদের মধ্যে।
সাগরকে প্রায়ই মানসিক ভাবে অত্যাচার করত তার প্রেমিকা। সে কারণেই সাগর এমন ভয়ানক পদক্ষেপ নাইট বাধ্য হয়েছে। সূত্রে খবর যতক্ষণ দোষীরা গ্রেপ্তার না হবে তত সময় ধরে অবরোধ চলবে বলে জানিয়েছেন বাসিন্দারা।