প্রতিনিধি, নিউ দিল্লী : ৫ই সেপ্টেম্বর শিক্ষক দিবস উদযাপিত হল বিজ্ঞান ভবন নিউ দিল্লিতে, যেখানে পশ্চিমবাংলা সহ অন্যান্য রাজ্য থেকে আসা মোট ৪৬জন শিক্ষক শিক্ষিকাদের জাতীয় শিক্ষক পুরস্কার তুলে দিলেন রাষ্ট্রপতি দ্রৌপতি মুর্মু।
এদিন তাদের হাতে তুলে দেওয়া হয় তাদের যোগ্যতার শংসাপত্র এবং পঞ্চাশ হাজার টাকা সহ একটি রুপোর মেডেল। এই প্রসঙ্গে রাষ্ট্রপতি যিনি নিজেও একজন শিক্ষক ছিলেন তিনি বলেন বিজ্ঞান, সাহিত্য বা সামাজিক বিজ্ঞানে প্রতিভার বিকাশ মাতৃভাষার মাধ্যমে আরো বেশি কার্যকর হতে পারে কারণ জীবনে বেঁচে থাকার শিল্প আমরা প্রথম মায়ের কাছ থেকেই শিখি এবং মাতৃভাষার প্রাকৃতিক প্রতিভা বিকাশে সহায়ক।
এ বিষয়ে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন সারা পৃথিবীব্যাপী আমাদের আমাদের জাতীয় শিক্ষানীতি প্রশংসা করা হয় এবং ভারত একদম সঠিক পথে এগোচ্ছে নিজে শিক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করতে। শিক্ষকেরা তাতে মুখ্য ভূমিকা পালন করেছে।
প্রত্যেক বছর ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণন যিনি একজন শিক্ষক, লেখক এবং দার্শনিক ছিলেন ও আমাদের দ্বিতীয় রাষ্ট্রপতির সম্মানে শিক্ষক দিবস পালন হয়ে থাকে।
এ বছর শিক্ষক দুর্নীতি মামলায় সারগরম রাজ্য রাজনীতির মধ্যে বাঁকুড়া জেলার জয়পুর প্রাইমারি স্কুলের বুদ্ধদেব বাবুকে এই সম্মান পেতে দেখে খুশি তার পরিবারের লোকজনেরা। তবে এই বিষয়ে এখনও বুদ্ধদেব বাবুর কোন প্রতিক্রিয়া জানা যায়নি।