সায়ন ঘোষ, বনগাঁ : উপনির্বাচনে জয়ী হয়ে শপথ নিলেন বনগাঁ পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পাপাই রাহা। রবিবার বনগাঁ পুরসভার চেয়ারম্যান গোপাল শেঠের তত্ত্বাবধানে শপথ বাক্য পাঠ করলেন নব নিযুক্ত কাউন্সিলর।
উল্লেখ্য, গত পুরসভা নিরর্বাচনের ফল ঘোষনার পরেই শারিরীক অসুস্থ্যতায় মৃত্যু হয় ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূলের বিজয়ী কাউন্সিলার দিলিপ দাসের। শূন্য হয়ে পড়ে ১৪ নম্বর ওয়ার্ড এর জনপ্রতিনিধিত্ব। তাঁর মৃত্যুর কারনেই এই ওয়ার্ডে উপনির্বাচন হয়েছিল।
প্রসঙ্গত, নির্বাচন কমিশনের এর তরফ থেকে ২১ শে আগষ্ট উপনির্বাচন ঘোষণা করা হয়েছিল উত্তর ২৪ পরগণা জেলার বনগাঁ পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডে। তৃনমুলের তরফ থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন পাপাই রাহা। ২৪ শে আগস্ট ফল ঘোষণা ২১১৮ ভোটের জয়ী হয়েছিল তৃণমূল কংগ্রেস প্রার্থী পাপাই রাহা। আজ বনগাঁ পৌরসভার চেয়ারম্যান গোপাল শেঠ পাপাই রাহাকে শপথ বাক্য পাঠ করান।
কাউন্সিলর পাপাই রাহা জানান, রাজ্যের মধ্যে বনগাঁ পৌরসভা উন্নয়নের নিরিখে যে স্থানে আছে সেই ধারাকে অব্যাহত রাখতে আগামীতে ওয়ার্ডের মানুষের জন্য কাজ করে যাব।
বনগাঁ পৌরসভার চেয়ারম্যান গোপাল শেঠ বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন প্রকল্প ১৪ নম্বর ওয়ার্ডের মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য পাপাই রাহার পাশে আমরা বনগাঁ পৌরসভার সমস্ত কাউন্সিলররা আছি। পৌরসভার পক্ষ থেকে সমস্ত ধরনের সহযোগিতা করা হবে।