পরিষেবা না পেয়ে ব্যাংকে তালা ঝুলিয়ে বিক্ষোভ গ্রাহকদের

Protesting-customers-by-hanging-locks-in-the-bank-without-getting-service

পারিজা পাঠক, গাইঘাটা : ব্যাংকে গিয়ে সঠিকভাবে মিলছে না পরিষেবা। গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ গ্রাহকদের।ঘটনাটি ঘটেছে বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের উত্তর ২৪ পরগণা জেলার গাইঘাটার বকচরা এলাকার শাখায়।

বুধবার ব্যাংকের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখান গ্রাহকরা। গ্রাহকদের দাবি, সঠিকভাবে পরিষেবা মিলছে না ব্যাংক থেকে। ব্যাংক কর্তৃপক্ষ বারবার ফিরিয়ে দিচ্ছেন। এমনকি ব্যাংকের ম্যানেজার গ্রাহকদের সঙ্গে খারাপ আচরণ করছে।

এমনই অভিযোগ তুলে বুধবার সকালে ব্যাংকের সাটারে তালা লাগিয়ে দেয় গ্রাহকরা। খবর পেয়ে ঘটনাস্থল আসে গাইঘাটা থানার পুলিশ। পুলিশের আশ্বাসে প্রায় দেড় ঘন্টা পরে সাটারের তালা খুলে দেয় স্থানীয়রা।

যদিও অন্যদিকে, ব্যাংক আধিকারিকের দাবি, ব্যাংকে কোন ধরনের অনিয়ম হয় না। সঠিকভাবে পরিষেবা দেওয়া হয়। কিছু লোকের কাগজপত্রের অসুবিধার জন্য পরিষেবায় অসুবিধা হচ্ছে।

Post a Comment

Previous Post Next Post