সুলগ্না সিনহা, বনগাঁ : চাষের জমিতে ড্রোন দিয়ে কীটনাশক স্প্রে করার অত্যাধুনিক পদ্ধতি দেখানো হলো চাষীদের। বুধবার বনগাঁ ব্লকের জোকা আমতলা এলাকায় ড্রোনের সাহায্যে এলাকার চাষীদের চাষ জমিতে অত্যাধুনিক পদ্ধতিতে কীটনাশক স্প্রে করার ব্যবহার দেখানো হলো এক বেসরকারি কীটনাশক সংস্থার পক্ষ থেকে।
নতুন পদ্ধতিতে স্প্রে দেখতে ভিড় জমে ছিল প্রচুর চাষীদের। বেসরকারি কীটনাশক সংস্থার মত অনুসারে অনেক কম সময়ে কীটনাশক স্প্রে করা যাবে চাষ জমিতে এই অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে। এক একর জমি স্প্রে করতে মাত্র ৬ মিনিট সময় লাগবে ড্রোনের।
একবারে ১০ লিটার কীটনাশক বহন করতে পারবে এই ড্রোন। তাই খুব কম খরচে ও কম সময়ে এই কীটনাশক প্রয়োগ করা যাবে চাষের জমিতে।
এই বিষয়ে চাষীরা জানান চাষ জমিতে কীটনাশক দিতে গেলে শারীরিক ক্ষতি হওয়ার সম্ভাবনা প্রবল থাকে। ব্যয় হয় অনেক সময় , মজুরি লাগে অনেকটাই বেশি, তবে এই ড্রোন ব্যবহারের ফলে স্প্রে করার সময় শারীরিক ক্ষতির আশঙ্কা কম থাকবে মজুরি অনেকটা সাশ্রয় হবে ও চাষের পক্ষে ভালো হবে ।
বাইরের দেশে এই ধরনের অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার দেখা যায়, আমরা প্রথম এই ধরনের প্রযুক্তি দেখতে পাচ্ছি। আগামীতে এই প্রযুক্তির ব্যবহার শুরু হলে চাষ এর দিক থেকে আমাদের ভালো হবে।