প্রতিনিধি, বনগাঁ : স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হাতে তুলে দেওয়া হল তাঁদের প্রাপ্য। উত্তর ২৪ পরগণা জেলার বনগাঁ পৌরসভার পক্ষ থেকে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের আর্থিক মজুরি তুলে দেওয়া হয়।
উল্লেখ্য, বনগাঁ পৌরসভার স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের কচুরিপানা দিয়ে বিভিন্ন সামগ্রী তৈরির প্রশিক্ষণ দেয়া হয়েছিল৷ সেই সামগ্রি পৌরসভার পক্ষ থেকে দেশ-বিদেশে পাঠানো হয়েছিল৷ যারা তৈরি করেছিল তাঁদের প্রাপ্য টাকা শনিবার বিকালে পৌরসভার পক্ষ থেকে প্রদান করা হয়৷
এদিন বনগাঁ পৌরসভার চেয়ারম্যান গোপাল শেঠ মহিলাদের সেই অর্থ তুলে দেন৷ গোপাল বাবু বলেন, আজ কচুরিপানা তোলার টাকা এবং সামগ্রী বিক্রির টাকা দুটোই দেওয়া হয়েছে৷ এদিনের অনুষ্ঠান মঞ্চে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের তৈরি টুপি ব্যাগ সহ নানান জিনিস সাজিয়ে রাখা হয়৷ প্রাপ্য টাকা পেয়ে খুশি স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা৷