WB Ration Card : এবার বন্ধ হতে পারে ফ্রী'তে রেশন! বিস্তারিত জানুন

Free-ration-can-be-closed-now-Learn-more

প্রতিনিধি, কলকাতা : একেবারে মহামারী শুরু থেকে আজ পর্যন্ত গোটা দেশের মানুষের স্বার্থে কেন্দ্র রাজ্য যৌথ উদ্যোগে চালু রয়েছে বিনা মূল্যে রেশন(RATION) ব্যবস্থা। অর্থাৎ গ্যাঁটের কড়ি অর্থাৎ পয়সা না খসিয়েই রাজ্যের পাশাপাশি গোটা দেশের মানুষ বিগত কয়েক বছর ধরে রেশন থেকে বিনামুল্যে পাচ্ছেন চাল- গম- আটা ইত্যাদি। কিন্তু এবার বুঝি ফ্রী(FREE) তে খাদ্য দ্রব্য পাওয়ায় ক্ষেত্রে ইতি টানতে চলেছে সরকার। ফলে এবার থেকে সরকারি ভাবে বেঁধে দেওয়া  নির্দিষ্ট মুল্য দিয়েই রেশন থেকে চাল- গম- আটার মতো নিত্যপ্রয়োজনীয় খাদ্য দ্রব্য তুলতে হবে দেশের প্রতিটি গ্রাহক কে।

সম্প্রতি এ বিষয়ে সরকারি তরফে সিদ্ধান্তের পাশাপাশি  এক প্রস্থ আলাপ আলচনাও হয়ে গিয়েছে। এ প্রসঙ্গে যে কথাটি না বললেই নয়, এতোদিন অর্থাৎ গত দু বছর যাবত রাজ্যের (WB GOVT) মানুষের খাদ্য নিরাপত্তা সুনিশ্চিত করতে কেন্দ্র সরকারের পূর্ণ সহযোগিতায় একধাপ এগিয়ে এ রাজ্যের সরকার খাদ্য সাথী (KHADYA SATHI) প্রকল্পের আওতায় ফ্রি তে রেশন ব্যবস্থা চালু করেছে। কিন্তু সরকারের পারো কথারও একটা সীমা রয়েছে। সেই দিকে বিশেষ নজর দিয়ে এবার গ্রাহকদের জন্য স্বল্প মূল্যে রেশন ব্যবস্থা চালু করতে চাইছে দেশের প্রতিটি রাজ্যের সরকার।

এ বিষয়ে খাদ্য দফতরের এক আধিকারিকের কথা অনুযায়ী বিশেষ সুত্র মারফৎ জানা গিয়েছে, চলতি মাসের ক্ষেত্রে বিনা মূল্যে রেশন পাবেন গ্রাহকরা। কিন্তু আগামী মাস অর্থাৎ আগামী সেপ্টেম্বর মাস থেকে গ্রাহকদের প্রতি কেজি চালের জন্য ৩ টাকা এবং প্রতি কেজি গমের জন্য ২ টাকা করে দিতে হবে। পাশাপাশি ওই আধিকারিক জানিয়েছেন, চলতি মাসে রেশনে গ্রাহকদের ছোলা, তেল এবং লবণও দেওয়া হবে। তবে এই  খাদ্য পন্য গুলি ধারাবাহিক ভাবে চালানো হবে কি না সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানাননি ওই আধিকারিক।

উল্লেখ্য, গত দুবছর যাবত মহামারীর কারণে রাজ্যের পাশাপাশি গোটা দেশের অর্থনৈতিক  হাল বেশ শোচনীয়। মহামারীর(PANDEMIC) কবলে পড়ে গোটা দেশে কাজ হারিয়েছিলেন বহু মানুষ। ওই অবস্থায় কেন্দ্র রাজ্য দুই সরকারের যৌথ এবং মিলিত প্রয়াসে গত দু বছর রেশন থেকে বস্তা বস্তা চাল গম একেবারে বিনা মূল্যে পেয়েছেন গোটা দেশের মানুষ। উদ্ভুত পরিস্থিতি চলতি বছরের শুরু থেকে বেশ কিছুটা নিয়ন্ত্রণ হওয়ায় ধীরে ধীরে ভেঙে পড়া অর্থনীতি চাঙ্গা হওয়ার পাশাপাশি কাজে যোগ দিতে শুরু করেছে মানুষ। স্বভাবতই বর্তমান সময়ে আর্থিক অনটন থেকে বেশ কিছুটা  স্বাবলম্বী হয়েছেন গোটা দেশের পাশাপাশি এ রাজ্যের মানুষও।

ফলে রেশন ব্যবস্থায় নতুন এই নিয়মে মানুষ যে অস্বস্তি বোধ করবেন না তা এক প্রকার নিশ্চিত বলেই মত দিয়েছেন অর্থনৈতিক বিশ্লেষকরা। সরকারি এই সিদ্ধান্তের স্বপক্ষে তাদের স্পষ্ট যুক্তি, সরকারেরও পারো কথা থাকতে হবে। কারণ সরকার তো চলে সাধারণ মানুষের করের টাকায়। তাই অপেক্ষাকৃত স্বল্প মূল্যে চাল -গমের ক্ষেত্রে সাধারণ মানুষের খুব একটা অসুবিধা হবে না বলেই মত দিয়েছেন তারা।

Post a Comment

Previous Post Next Post