সমাচার ওয়েবডেস্ক : নয়া সুসংবাদ। রাজ্যে একসঙ্গে গ্রুপ ডি ও সি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, খুবই নূন্যতম যোগ্যতায় চাকরি প্রার্থীরা সংশ্লিষ্ট গ্রুপ ডি ও সি পদে আবেদন করতে পারবে। আরও জানানো হয়েছে, ছেলে মেয়ে উভয় এই পদ গুলিতে আবেদনের যোগ্য এবং পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা সহ রাজ্যের যে কোনো জেলা থেকে চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবে।
কী কী শূন্যপদে নিয়োগ করা হবে :
1. গ্রুপ ডি লেভেলের পদে নিয়োগ করা হবে
2. গ্রুপ সি অর্থাৎ ক্লার্ক পদে নিয়োগ করা হবে
কীভাবে আবেদন করবেন?
যে সকল চাকরি প্রার্থী পৌরসভার গ্রুপ সি ও ডি লেভেলের পদে আবেদন করতে আগ্রহী তাদের সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অফলাইন আবেদন পত্র ডাউনলোড লিঙ্ক নিচে দেওয়া হবে অথবা অফিসিয়াল ওয়েবসাইট এ গিয়ে সরাসরি ডাউনলোড করতে পারবেন। অফলাইন আবেদন ডাউনলোড করে সঠিক নির্দেশ মতো ফর্ম পূরণ করতে হবে তারপর আবেদন পত্রের সঙ্গে নিচে উল্লেখিত সমস্ত ডকুমেন্টস এর জেরক্স কপি আবেদন পত্রের সঙ্গে জমা করতে হবে।
আবেদন পত্রের সঙ্গে কী কী ডকুমেন্টস জমা করতে হবে?
1. মাধ্যমিক এডমিট বা জন্ম সার্টিফিকেট
2. মাধ্যমিক মার্কশিট বা সার্টিফিকেট
3. পাসপোর্ট সাইজের ছবি
4. আধার বা ভোটার কার্ড
5 অভিজ্ঞতা
6. অন্যান্য
শিক্ষাগত যোগ্যতা : দুটি আলাদা আলাদা পদের জন্য শিক্ষাগত যোগ্যতাও আলাদা আলাদা প্রয়োজন। গ্রুপ ডি লেভেলের পদের জন্য শিক্ষাগত যোগ্যতা হিসেবে প্রার্থীকে অবশ্যই মাধ্যমিক পাশ বা তার সমতুল্য যোগ্যতা থাকতে হবে এবং গ্রুপ সি অর্থাৎ ক্লার্ক পদের জন্য চাকরি প্রার্থীদের গ্রেজুয়েট পাশ বা তার সমতুল্য যোগ্যতা থাকতে হবে। এছাড়াও ক্লার্ক পদের জন্য কম্পিউটার জ্ঞান থাকা জরুরি।
বয়সসীমা : যে সকল চাকরি প্রার্থী গ্রুপ সি কিংবা গ্রুপ ডি লেভেলের পদে আবেদন করতে ইচ্ছুক তাদের বয়স নূন্যতম হতে হবে 18 বছর এবং প্রার্থীদের সর্বোচ্চ বয়স হতে হবে 40 বছরের মধ্যে। এছাড়াও এসসি ও এসটি দের জন্য 5 বছরের বয়সের ছাড়, ওবিসিদের জন্য 3 বছরের বয়সের ছাড় এবং প্রতিবন্ধীদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হবে।
মাসিক সাম্মানিক : দুটি পদের জন্য আলাদা আলাদা মাসিক সাম্মানিক দেওয়া হবে। গ্রুপ ডি পদের জন্য মাসিক সাম্মানিক হিসাবে 5,000 টাকা এবং ক্লার্ক পদের জন্য মাসিক সাম্মানিক হিসাবে 10,000 টাকা দেওয়া হবে।
নিয়োগ প্রক্রিয়া : নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে পরবর্তী আপডেট অফিসিয়াল ওয়েবসাইট এ দেওয়া হবে।
আবেদনের তারিখ সমূহ : যে সকল চাকরি প্রার্থী উপরোক্ত পদে আবেদন করতে ইচ্ছুক তারা আবেদন করতে পারবে 15/09/2022 তারিখের মধ্যে।
আবেদন পত্র পাঠানোর ঠিকানা : To The Chairman, Mathabhanga Municipality, B.N Road, Ward No.-03,Po- Mathabhanga, District -Coochbehar, 736146।
নিচের লিংকে বিস্তারিত জানতে অথবা অফিসিয়াল নোটিশ দেখতে ক্লিক করুন