Mamata Banerjee : শিক্ষক দিবসে ৮৯ হাজার চাকরি ঘোষণা মুখ্যমন্ত্রীর


Chief-Minister-announced-89-thousand-jobs-on-Teachers-Day

সৌমিক দাস, কলকাতা : সারা রাজ্য যখন টেট  দুর্নীতিতে সরগরম তারই মধ্যেখানে শিক্ষক দিবসের অনুষ্ঠানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৮৯ হাজার শিক্ষক নিয়োগের ঘোষণা করলেন এবং এই নিয়োগ প্রক্রিয়া যাতে দ্রুত সম্পন্ন হয় তাতেও আশ্বস্ত করলেন।


এই ঘোষণা অনেকটাই স্বস্তি এনে দেবে পশ্চিমবঙ্গের বুকে বেকার যুবক-যুবতীদের। শিক্ষক দিবসের অনুষ্ঠানে বেশ খোস মেজাজেই দেখা গেল এদিন মাননীয়া কে। তিনি বলেন "একটা ভুল হয়ে গেছে কিন্তু কাজ করতে গিয়ে এরকম দুই একটা ভুল হয়"।

এদিন তিনি আরো বলেন যে সমাজে দুর্নীতি দূর করতে নৈতিকতা শেখা ছাত্র-ছাত্রীদের খুবই প্রয়োজনীয় এবং সেটি খুব শীঘ্রই পাঠ্যসূচি যে অন্তর্ভুক্ত করার কথা ভাবছেন তিনি। এ বিষয়ে তিনি বর্তমান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে আলোচনাও করেন।

মুখ্যমন্ত্রীর মতে একমাত্র নৈতিকতাই পারে সমাজের বুকে থেকে দুর্নীতিকে ধীরে ধীরে মুছে ফেলতে। তবে মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তকে ভালো চোখে নেন নি বিরোধীরা। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন যে শিক্ষায় যেখানে এত দুর্নীতি হচ্ছে সেখানে নৈতিকতার কথা মানায় না মুখ্যমন্ত্রীর মুখে।

অন্যদিকে সিপিএম কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী এই বিষয়ে কটাক্ষ করেছেন। তবে দল ও সরকারের একাংশের মতে দুর্নীতির অভিযোগ নিয়ে নিজের উদ্বেগ সামনে এনেছে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।



Post a Comment

Previous Post Next Post