পারিজা পাঠক, বাগদা : নয়া ভাবনায় স্প্রে মেশিনের মধ্যে দিয়ে সোনা পাচার করতে গিয়ে ধৃত চোরাকারবারীরা। ২.২১৬ কেজি সোনার ১৯ টি বিস্কুট আটক। আটককৃত সোনার বিস্কুটগুলো বাগদা শুল্ক দপ্তরে হস্তান্তর করা হয়েছে।
প্রতিনিয়ত নতুন নতুন ভাবনায় পাচার করার পরিকল্পনা করে থাকে চোরাকারবারীরা।কিন্তু সীমান্ত রক্ষী বাহিনীর সতর্ক জওয়ানদের কড়া নজরদারি তার থেকে কয়েক ধাপ এগিয়ে থাকে।
এমনই এক ঘটনায়, গত ৭ই সেপ্টেম্বর উত্তর ২৪ পরগনার জেলার সীমান্তবর্তী এলাকায় মোতায়েন করা ৬৮ তম বাহিনীর সীমা চৌকি মামাভাগিনার জওয়ানেরা সঠিক পরিকল্পনার ভিত্তিতে এক বিশেষ অভিযান শুরু করে।
টহল দেওয়ার সময় দেখেন, এক বাংলাদেশী চোরাচালানকারী একটি স্প্রে মেশিন পাচার করার সময় কর্মরত জওয়ানদের মুখোমুখি পড়ে যায়। কিন্তু ধৃত ব্যাক্তি মেশিনটি দ্রুত ফেলে পালিয়ে যায়।
এরপর তদন্তের মাধ্যমে মেশিনের মধ্যে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা সোনা উদ্ধার করেন অফিসাররা। ১৯ টি সোনার বিস্কুট উদ্ধার করা হয়েছে। আটককৃত বিস্কুটের ওজন ২.২১৬। যার বাজার দর প্রায় ১,১৪,০২,৫০৩ টাকা। উদ্ধার হওয়া সোনার বিস্কুট গুলি বাগদা শুল্ক দপ্তরে হস্তান্তর করা হয়েছে।
শ্রী যোগেন্দ্র অগ্রবাল, কমান্ডিং অফিসার,৬৮ বাহিনী বলেছেন, প্রতিদিন পাচারকারীরা ভারত বাংলাদেশ সীমান্তে যে নানারকম নিত্য নতুন উপায়ে পাচারের চেষ্টা করেই চলেছে, কিন্ত কর্মরত জওয়ানদের অক্লান্ত পরিশ্রম ও অত্যন্ত সতর্কতা সহ নজরদারিতে তারা ধরা পরে যাচ্ছেন এবং তাদের এই কু পরিকল্পনা সফল হচ্ছে না। তিনি আরো বলেছেন যে, "আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে আমরা দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ।"