জয়দীপ মৈত্র, দক্ষিণ দিনাজপুর : সাড়ম্বরে পালিত হল বালুরঘাট মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস। দক্ষিণ দিনাজপুর জেলার সদর শহর বালুরঘাট মহাবিদ্যালয় এবার ৭৫ তম বর্ষে পদার্পণ করল।
শুক্রবার বালুরঘাট মহা বিদ্যালয়ের ৭৫ তম বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয় কলেজ কর্তৃপক্ষের তরফ থেকে। বালুরঘাট মহাবিদ্যালয় এর পতাকা উত্তোলন করেন বালুরঘাট মহাবিদ্যালয় অধ্যক্ষ পঙ্কজ কুণ্ডু।
এরপর ছাত্র ছাত্রীর দ্বারা শঙ্খ ধোনির মাধ্যমে শোভাযাত্রা শুরু করা হয়। শোভাযাত্রা বালুরঘাট মহাবিদ্যালয়ের প্রাঙ্গণ থেকে শুরু করে বালুঘাট শহর অতিক্রম করে।
এই শোভাযাত্রায় নজর কাড়ার বিষয়ে হিসেবে উঠে এসেছে বালুরঘাট মহাবিদ্যালয়ের সঙ্গে যুক্ত একাঙ্ক নাটকের জনক মন্মথ রায় সহ চার বিশিষ্টজনের পথিকৃত্তিরূপে চার ব্যক্তিকে শোভাযাত্রায় পা মেলাতে দেখা যায়।
এদিনের এই শোভাযাত্রা ও অনুষ্ঠান ঘিরে জেলার সদর শহর বালুরঘাট মহাবিদ্যালয়ের ছাত্র-ছাত্রী সহ বালুরঘাট বাসিন্দাদের মধ্যে উন্মাদনা ও ফুর্তি দেখা যায় এবং সকলে আনন্দের জোয়ারে গা ভাসিয়েছেন তা বলাই বাহুল্য।