জল্পনার অবসান, নাম ঘোষণা বনগাঁ উপনির্বাচনে তৃণমূল প্রার্থীর

announcement-of-name-of-Trinamool-candidate-in-Bangaon-by-election

সায়ন ঘোষ, বনগাঁ : রাজ্যে উপনির্বাচনের দিন ঘোষণা হতেই, বনগাঁয় উপনির্বাচনে ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী কে হবেন? এই নিয়ে জল্পনা তুঙ্গে ছিল রাজনৈতিক মহলে।


এই প্রসঙ্গে আগেই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এসেছিল বনগাঁয়। এবার সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে বনগাঁয় উপনির্বাচনে তৃণমূল প্রার্থী হলেন ১৪ নম্বর ওয়ার্ডের স্থানীয় বাসিন্দা পাপাই রাহা। ৩ রা আগস্ট উপনির্বাচনের মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ তারিখ। আর বুধবার সকালেই ঘোষণা করা হয় তৃণমূল প্রার্থীর নাম।

উল্লেখ্য, নির্বাচন কমিশনের এর তরফ থেকে ২১ শে আগষ্ট উপনির্বাচন ঘোষণা করা হয়েছে উত্তর ২৪ পরগণা জেলার বনগাঁ পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডে। গত পুরসভা নিরর্বাচনের ফল ঘোষনার পরেই শারিরীক অসুস্থ্যতায় মৃত্যু হয় ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূলের বিজয়ী কাউন্সিলার দিলিপ দাসের। শূন্য হয়ে পড়ে ১৪ নম্বর ওয়ার্ড এর জনপ্রতিনিধিত্ব। তাঁর মৃত্যুর কারনেই এই ওয়ার্ডে উপনির্বাচন হতে চলেছে।


অন্যদিকে, গত শুক্রবার রাতে ১৪ নম্বর ওয়ার্ডের সুভাষনগর ময়দানে তৃণমূলের বনগাঁর প্রাক্তন চেয়ারম্যান কানু বালা সহ একাধিক স্থানীয় তৃণমূল নেতার উপস্থিতিতে একাংশ তৃণমূল কর্মী সমর্থক ও বাসিন্দাদের নিয়ে সভা হয়। সেই সভা থেকে বনগাঁ পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান শংকর আঢ্যকে তৃণমূল প্রার্থী করার দাবি জানানো হয়। সেই সাথেই শনিবার সকাল থেকে সোশ্যাল মিডিয়ায় প্রাক্তন চেয়ারম্যান শংকর আঢ্যকে প্রার্থী করতে হবে বলে দাবি একাধিক কর্মী সমর্থকের।

বিভিন্ন জল্পনা কাটিয়ে উপনির্বাচনের মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিনই তৃণমূল প্রার্থীর নাম প্রকাশ্যে আসে।

Post a Comment

Previous Post Next Post