Bonsai Tree : বাড়িতে বনসাই গাছ লাগিয়ে ক্ষতি করছেন না তো? বিপদ ডেকে আনছে কিছু গাছ, জানুন

You-are-not-harming-yourself-by-planting-bonsai-trees-at-home

সমাচার ওয়েবদডেস্ক : ভুলেও বাড়িতে লাগাবেন না এই ৪টি গাছ। আপনার কি গাছ লাগানোর শখ? রাস্তাঘাটে যে কোন গাছ দেখলেই মনে হয় কিনে নিয়ে যাই? বাড়িতে লাগাই কিন্তু বাস্তু বলছে, আপনি যদি বাস্তুর না মেনে আপনার বাড়িতে গাছ লাগান। তাহলে কিন্তু আপনার জীবনে উন্নতি থমকে যাবে।

সামান্য একটি গান আপনাকে অর্থনৈতিক সংকটে গ্রাস করে ফেলবে। যে গাছ আপনার জীবনকে ছারখার করে দিতে পারে, নিচে তার বিবরণ দেওয়া হল।

১। আমরা অনেক সময় বনসাই গাছ বাড়ি সাজানোর জন্য রেখে থাকি। কিন্তু বাস্তু মতে, এই বনসাই গাছ আপনার জন্য একেবারেই ভালো নয়। আপনার অর্থনৈতিক সংকটকে আরো ডেকে আনবে এই গাছ।

২। বাড়িতে কখনো কাঁটা জাতীয় গাছ রাখবেন না। এই গাছ আপনার জীবনকে একেবারে নষ্ট করে দিতে পারে। যেমন বাড়ির আশেপাশে ক্যাকটাস গাছ রাখা একেবারেই উচিত না, বা ফনিমনসা গাছ থেকে থাকলে তাকে তৎক্ষণাৎ কেটে বাদ দিয়ে ফেলুন।

৩। খেজুর গাছ রাখা উচিত নয় বাড়িতে। আমরা অনেক সময় খেজুর পাবো বলে খেজুর গাছ রেখে থাকি, কিন্তু আপনার জন্য একেবারেই শুভ হবে না খেজুর গাছ ।

৪। বাড়িতে কখনোই বট বা অশ্বত্থ গাছ রাখা উচিত নয়। আমরা অনেক সময় দেখি মন্দিরের আশেপাশে গাছগুলি থাকতে, মন্দিরের জন্য এটি শুভ কিন্তু নিজেদের বাড়ির জন্য কখনোই এই গাছকে রাখা উচিত না।

Post a Comment

Previous Post Next Post