West Bengal Recruitment 2022 : রাজ্য সরকারের শিল্প দফতরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, বিস্তারিত জানুন

WB-Govt-Industries-Department-Recruitment-Notification

সমাচার ওয়েবডেস্ক : ফের সুখবর চাকরি প্রার্থীদের জন্য।  এবার রাজ্য সরকারের শিল্প দফতরে হাজার কর্মী নিয়োগ হতে চলছে। সম্প্রতি এই মর্মে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ওয়েস্টবেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশনের(WBIDC) তরফ থেকে। প্রকাশিত ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন রাজ্যের  কোনও প্রান্তের বেকার কর্ম প্রার্থীরা। চূড়ান্ত প্রার্থী তালিকায় স্থান পাওয়া সফল এবং যোগ্য প্রার্থীদের চাকরি করতে হবে  রাজ্য শিল্প দফতের অধীনে। বিস্তারিত নিচে দেওয়া হল।

https://www.facebook.com/profile.php?id=100083250602946

রাজ্য শিল্প দফতর মারফৎ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, নিযুক্ত হওয়া কর্মীকে রাজ্য সরকারের শিল্প দফতরের অধীনে ইডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশনের আওতায় আধিকারিক পদে নিযুক্ত করা হবে। 

এক্ষেত্রে বেতন বেশ আকর্ষণীয়। রাজ্য সরকারের বেতন পরিকাঠামো অনুযায়ী আধিকারিক পদে নিযুক্ত কর্মীকে মাসে 79,195 টাকা বেতন দেওয়া হবে। এই বেতনের সঙ্গে বেসিক পে এবং ডি এ সহ যাবতীয় আর্থিক সুযোগ সুবিধা প্রদান করা হয়েছে। 

এক্ষেত্রে আবেদনকারীকে সরাসরি অথবা ডাকযোগে নির্দিষ্ট দিন ও সময়ের মধ্যে আবেদন পত্র পাঠাতে হবে সংশ্লিষ্ট দফতরের অফিসে। আবেদন পত্র পাঠানোর ঠিকানা  To The Corporation at WBIDC Ltd. “Protiti, 23 Abanindranath Thakur Sarani, Kolkata-700 017

আবেদনের জন্য আবেদনকারীকে প্রথমে একটি বায়োডাটা তৈরি করতে হবে নিজের সম্পর্কে যাবতীয় তথ্য দিয়ে। এক্ষেত্রে ওই বায়োডাটাতে প্রার্থীর নাম, পিতার নাম, বয়স , শিক্ষাগত যোগ্যতা, জাতিগত সংশাপত্র, প্রাসঙ্গিক বিষয়ে অভিজ্ঞতার পাশাপাশি ইমেল আইডি, ফোন নম্বর উল্লেখ যেমন উল্লেখ করতে হবে তেমনি আবেদনকারীকে ওই বায়োডাটায় নিজের সাম্প্রতিক সময়ের ছবি সাঁটাতে হবে নির্দিষ্ট স্থানে। 

পদের নাম : কোম্পানি সেক্রেটারিস

শূন্য পদ : ১ টি

বয়সসীমা :  আবেদনকারীর বয়স হতে হবে ৩০ থেকে ৪৫ বছরের মধ্যে। 

এক্ষেত্রে উল্লেখিত পদটি তপশিলি জাতীর প্রার্থীদের জন্য সংরক্ষিত। 

শিক্ষাগত যোগ্যতা- এক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে অবশ্যই স্নাতক হতে হবে এছাড়াও প্রাসঙ্গিক কাজে অন্তত পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তবে নিয়োগের ক্ষেত্রে আইন বিষয়ে ডিগ্রিধারী প্রার্থীদের বিশেষভাবে অগ্রাধিকার দেওয়া হবে। 

নিয়োগের ক্ষেত্রে সর্ব প্রথমে আবেদনপত্র প্রাথমিক ভাবে বাছাইয়ের পর আবেদনকারী প্রার্থীদের ডেকে নেওয়া হবে ইন্টারভিউয়ের জন্য। ইন্টারভিউয়ে উত্তীর্ণ হওয়ার পর সফল এবং যোগ্য প্রার্থীর জমা করা ডকুমেন্টস ভেরিফিকেশনের পর চূড়ান্ত প্রার্থী তলিকা তৈরি করা হবে। 

উল্লেখিত, পদে আবেদনের শেষ তারিখ 25/08/2022 পর্যন্ত।   

Post a Comment

Previous Post Next Post