প্রতিনিধি, বর্ধমানে : পর পর চার চারটে মাস কেটে গেলেও কোনো খোঁজ মেলেনি দুই পড়ুয়ার। নির্বাক হয়েছে অবশেষে পুলিশের উপর আস্থা হারিয়ে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হলেন বাবা। ঘটনাটি পূর্ব বর্ধমানের বাজেপ্রতাপপুরের ঘটনা।
চার মাস কেটে গেলেও স্থানীয় পুলিশ কোনরকম খবর দিতে পারেনি।। সূত্রে জানা গেছে, আজ, সোমবার মামলাটির শুনানি হতে পারে বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজা বসুচৌধুরীর ডিভিশন বেঞ্চে।
প্রসঙ্গত, গত ১২ এপ্রিল সকাল ৯টা নাগাদ ২৪ এবং ২০ বছর বয়সি দুই বোন কলেজ যাওয়ার জন্য বাড়ি থেকে বেড়ন। কিন্তু আর বাড়ি ফেরেননি তাঁরা। পরিবার জানিয়েছেন, ওই দিন থানায় গেলে পুলিশ তাঁদের পরামর্শ দেয় আশপাশের এলাকা এবং হাসপাতালে গিয়ে ভাল করে খোঁজ করতে। সেই মতো ফের রাতভর খোঁজ শুরু হয় বাড়ির মেয়েদের।
২৪ ঘন্টা পার করার পর ১৩ এপ্রিল বর্ধমান থানায় ‘মিসিং ডায়েরি’ করা হয় ওই পরিবারের পক্ষ থেকে। তারপর গত ৩০ মে একটি অচেনা নম্বর থেকে ফোন করেন মেয়েরা। কয়েক সেকেন্ড কথার পরে ফোন কেটে যায়। এর পরেও নিষ্ক্রিয় ভূমিকা পালন করেছে পুলিশ।
এই বিষয়ে গত জুলাই মাসে পরিবারের তরফে চিঠিও দেওয়া জেলার পুলিশ সুপারকে। কিন্তু তাতেও কোনো ফল মেলেনি। মেয়ে দুটির বাবার আর্জি, এত দিনেও দুই মেয়েকে খুঁজে বের করতে পারেনি পুলিশ। এবার দয়াকরে মেয়েদেরকে বাড়ি ফেরাতে সাহায্য করুক আদালত।