Bongaon : বনগাঁয় জাল নথি সহ গ্রেফতার দুই

Two-arrested-with-fake-documents-in-Bongaon

প্রতিনিধি, বনগাঁ : গোপন সূত্রে খবর পেয়ে এক বাংলাদেশী মহিলা সহ এক ভারতীয় ব্যাংক কর্মীকে বনগাঁ থেকে আটক করে পুলিশের হাতে তুলে দিল বিএসএফের ১৫৮ নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানরা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তদের নাম বিদ্যুৎ সরকার এবং মঞ্জু মন্ডল। বিদ্যুৎ সরকার স্বরুপনগর থানার উত্তর কাচদহ এলাকার বাসিন্দা, বনগাঁ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে কর্মরত এবং অন্যদিকে মঞ্জু মন্ডল বাংলাদেশের মাদারিপুর জেলার জুরগোয়া গ্রামের বাসিন্দা।

জানা গিয়েছে, মঞ্জু মন্ডল বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশ করে জাল নথি তৈরির জন্য বনগাঁ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে কর্মরত বিদ্যুৎ সরকারের সাথে সাক্ষাৎ করেন।

সেই সময় বিএসএফের আধিকারিকরা ইউনাইটেড ব্যাংকের সামনে থেকে বিদ্যুৎ সরকার এবং মন্জু মন্ডলকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।

বনগাঁ থানার পুলিশের পক্ষ থেকে ধৃত দুজনকে আজ বনগাঁ মহকুমা আদালতে তোলা হয়েছে।

Post a Comment

Previous Post Next Post