সায়ন ঘোষ, বনগাঁ : আর মাত্র কয়েকটা দিন। তারপরই উপনির্বাচন উত্তর ২৪ পরগণার বনগাঁয়। তারই ফাঁকে দফায় দফায় প্রচার সারছেন প্রার্থীরা।
মঙ্গলবার ডঙ্কা বাজিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে বনগাঁ পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের উপনির্বাচনে তৃণমূল প্রার্থী পাপাই রাহার সমর্থনে প্রচার সারলেন তৃণমূলের বনগাঁ সংগঠনিক জেলার ঊর্ধ্বতন নেতৃত্ব।
এদিন সকাল থেকেই ১৪ নম্বর ওয়ার্ডের বিভিন্ন প্রান্তে সাধারন মানুষের দ্বারে দ্বারে গিয়ে প্রচার করেন তৃণমূল প্রার্থী পাপাই রাহা।
পাপাই রাহার সমর্থনে এই প্রচার মিছিলে উপস্থিত ছিলেন বনগাঁ সংগঠনিক জেলা সভাপতি বিশ্বজিৎ দাস, বনগাঁ পৌরসভার চেয়ারম্যান গোপাল শেঠ, অন্যান্য কাউন্সিলররা সহ একাধিক তৃণমূল কর্মীরা।
এদিনের মিছিলে ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কর্মীরা ডঙ্কা কাশি বাজে বর্ণাঢ্য শোভাযাত্রাযর মাধ্যমে প্রচার করেন।
প্রচার শেষে, সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিশ্বজিৎ দাস বলেন, "১৪ নম্বর ওয়ার্ডে পাপাই রাহার সমর্থনে প্রচার করতে গিয়ে দেখলাম সাধারণ মানুষ ভোট দেওয়ার জন্য মুখিয়ে রয়েছে, সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত সারা বলে দিচ্ছে। তৃণমূল প্রার্থী পাপায় রাহার জয় শুধুমাত্র সময়ের অপেক্ষা। প্রয়াত কাউন্সিলর দিলীপ দাস যে মার্জিন এ জয়যুক্ত হয়েছিলেন তাঁর থেকেও অনেক বেশি ভোটে জয় লাভ করবে পাপাই রাহা।"