Muharram 2022 : আজ দেশজুড়ে পালিত হচ্ছে 'মহরম', তাত্‍পর্য কী?

Today-Muharram-is-being-celebrated-across-the-country

সমাচার ওয়েবডেস্ক : আরবী শব্দ 'মুহররম' থেকে মহরম শব্দটি এসেছে। যার অর্থ হল পবিত্র। এই পবিত্র মাসেই নবি মহম্মদ মক্কা থেকে মদিনায় যাত্রা করেছিলেন। মাসের ১০ম দিনটি আশুরা নামে পরিচিত। 

অত্যন্ত দুঃখের দিন এটি মুসলমানদের কাছে । এদিন কারবালায় নবি মহম্মদের নাতি হুসেনের হত্যা হয় । তাঁর জন্য এদিন শোক পালন করেন মুসলমানরা । সেদিনের বিষাদময় ঘটনা স্মরণ করে পালন করা হয় মহরম।

আজ, ৯ অগাস্ট দেশজুড়ে পালিত হচ্ছে মহরম। রমজানের পর মহরমকে ইসলামে সবচেয়ে পবিত্র মাস হিসাবে বিবেচনা করা হয়। এটি,ইসলামিক ক্যালেন্ডারের প্রথম মাস। তাই এটিকে নতুন বছরের সূচনা হিসাবে ধরা হয় । আল কোরানের বিধান অনুযায়ী এই মাসটি পবিত্র। তাই এই মাসটি ইসলাম ধর্মের মানুষদের কাছে খুবই গুরুত্বপূর্ণ দিন।

শিয়া ও সুন্নি সম্প্রদায়ভুক্তদের মহরম উদযাপনের রীতি আলাদা । শিয়া সম্প্রদায়ের মানুষেরা মহরমের দিন কালো পোশাক পরে হুসেন,তাঁর পরিবার ও শহিদদের স্মরণ করেন। রাস্তায় তাঁরা তাজিয়া নিয়ে শোভাযাত্রা বের করেন।

মহরমের নবম ও দশম দিন তাঁরা রোজা রাখেন। এই সময় বিশেষ নামাজ পড়ার রীতি আছে। অন্যদিকে সুন্নি সম্প্রদায়ভুক্তরা, মহরম মাসের দশম দিনে রোজা রাখেন ।


Post a Comment

Previous Post Next Post