Jio Recruitment 2022 : এবার Jio নিয়ে এলো প্রচুর কর্মসংস্থান, বিস্তারিত জানুন

This-time-Jio-brought-a-lot-of-employment-know-more

সমাচার ওয়েবডেস্ক : ফের চাকরি প্রার্থীদের জন্য সুখবর। Jio-তে অসংখ্য শূন্যপদে নিয়োগ চলছে। এবার মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক কিংবা গ্রাজুয়েট এছাড়াও আরও উচ্চ যোগ্যতা থাকলে আপনার হাতে বিরাট সুযোগ যোগ্যতা অনুযায়ী চাকরি পাওয়ার। সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে যদিও কোনো অফিসিয়াল নোটিশ জারি করা হয়নি তবে তাদের ওয়েবসাইটে আবেদন করে হাজার প্রার্থী চাকরিতে নিযুক্ত হয়েছে বলে জানা গিয়েছে। যে সকল আগ্রহী প্রার্থী আবেদন করতে আগ্রহী তারা আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে আমাদের সাথে থাকুন।

কী কী শূন্যপদের কথা উল্লেখ রয়েছে?

1.ফ্রিল্যান্সার

2.ফ্রিল্যান্সার সেলস অ্যাসোসিয়েট

3.বিজনেস অপারেশন

4.সেলস অ্যান্ড ডিস্ট্রিবিউশন

5.কাস্টমার সার্ভিস

6.ইঞ্জনিয়ারিং অ্যান্ড টেকনোলজি

7.আইটি অ্যান্ড সিস্টেম

8.হিউম্যান রিসোর্সেস অ্যান্ড ট্রেনিং

9.প্রকিওরমেন্ট অ্যান্ড কনট্র্যাক্ট

10.ফাইনান্স কমপ্লিয়েন্স অ্যান্ড অ্যাকাউন্টিং

11.সাপ্লাই চেন

12.অপারেশনস

13.প্রোডাক্ট ম্যানেজমেন্ট

14.ইনফ্রাস্ট্রাকচার

15. অন্যান্য

16.রেগুলেটরি

17.ইনফরমেশন সিকিউরিটি

18.মার্কেটিং

19.কর্পোরেট সার্ভিসেস (অ্যাডমিন)

20.লিগাল

21. কর্পোরেট অ্যাফেয়ার্স

বয়সসীমা : প্রার্থীর বয়স নূন্যতম হতে হবে 18 বছর। শারীরিক ফিটনেস থাকলে 18 বছরের উপরে ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে।

মাসিক বেতন : অনলাইন সোর্স থেকে পাওয়া তথ্য অনুযায়ী এক্ষেত্রে মাসিক বেতন দেওয়া হবে 10-15 হাজারের মধ্যে।

শিক্ষাগত যোগ্যতা : উপরোক্ত বিভিন্ন পদের জন্য শিক্ষাগত যোগ্যতাও বিভিন্ন। সাধারণত উচ্চ মাধ্যমিক থেকে শুরু করে উচ্চ যোগ্যতা পর্যন্ত প্রার্থীরা আবেদন করতে পারবে। অফিসিয়াল ওয়েবসাইট ভিসিট করে আরও বিস্তারিত দেখে নিবেন।

নিয়োগ প্রক্রিয়া : কোনো লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে।

আবেদন পদ্ধতি : যে সকল প্রার্থী Jio-র সংশ্লিষ্ট পদে নিয়োগ করতে ইচ্ছুক হয়ে থাকে তাহলে তাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইন আবেদন করতে নিচের দেওয়া লিঙ্ক কিংবা অফিসিয়াল ওয়েবসাইট এ গিয়ে সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে।

অনলাইনে আবেদন করতে জরুরি নথিপত্র সমূহ :

1. জন্ম সাঈটিফিকেট বা মাধ্যমিক এডমিট

2. শিক্ষাগত যোগ্যতা ( বিশেষত টেকনিক্যাল যোগ্যতা উল্লেখ করবেন)

3. পরিচয় পত্র ( ভোটার কার্ড বা আধার কার্ড)

4.কাজের অভিজ্ঞতা (যদি থাকে)


বিস্তারিত জানতে ক্লিক করুন ঃ Link : 01 & Link 02



Post a Comment

Previous Post Next Post