Bongaon : পুনঃমূল্যায়ন করে নাম্বার বেড়েছে মেধাবী ছাত্রীর, তাতেও মিলছে না পছন্দের কলেজ

The-number-of-meritorious-students-has-increased-by-re-evaluation-but-it-does-not-match-the-college-of-choice

সুলগ্না সিনহা, বনগাঁ : উচ্চ মাধ্যমিক পরীক্ষায় নাম্বার কম থাকায় ডিএলএড সহ একাধিক কলেজে ফর্ম ফিলাপ করেও সুযোগ মেলেনি মেধাবী ছাত্রীর৷ স্কুলের সহযোগিতায় পুনঃমূল্যায়ন (রিভিউ) করে ৪০ নম্বর বাড়লেও, সমস্যায় ওই পড়ুয়া৷

উত্তর ২৪ পরগনার বনগাঁ কুমুদিনী উচ্চ বিদ্যালয় এর ছাত্রী অঙ্কিতা বিশ্বাস। গত জুলায় মাসে তার পরীক্ষার ফলাফল জানা গেছে। কিন্তু সেই নম্বরে সুযোগ মিলছে না কোনো কলেজে ভর্তির। পরীক্ষার খাতা রিভিউ করে ৪০ নম্বর বাড়লেও, নতুন মার্কশিট নিয়ে কলেজের দরজা দরজায় ঘুরে মিলছে না কোনো সুযোগ।

উল্লেখ্য, অঙ্কিতা'র বাড়ি বনগাঁ পৌরসভার ঠাকুরপল্লী এলাকায়৷ গত জুলাই মাসে তার রেজাল্ট বেড়য় যাতে তার প্রাপ্ত নাম্বার আসে ৪৪৭৷ ফলাফলে খুশি না হয়ে অঙ্কিতা তার স্কুলের পরামর্শে খাতা রিভিউ করে।

দর্শন শাস্ত্রে তার প্রাপ্ত নম্বর  ৫৭ নম্বর থেকে বেড়ে ৯৭ হয়৷৷ কিন্তু নতুন মার্কশিট নিতে অস্বীকার করছে কলেজ। এমনই অভিযোগ অঙ্কিতা পরিবারের।


Post a Comment

Previous Post Next Post