Amrit Ka Mahotsav : মুখ্যমন্ত্রীকে বলার সুযোগ দেওয়া হলনা অমৃত বৈঠকে, ক্ষোভ তৃণমূলের

The-Chief-Minister-was-not-given-a-chance-to-speak-in-the-Amrit-meeting

সমাচার ওয়েবডেস্ক : নরেন্দ্র মোদী সরকার স্বাধীনতার পঁচাত্তর বছর উদযাপনকে ‘অমৃত কি মহোৎসব’ (Amrit Ka Mahotsav) ব্র্যান্ডিং করেছেন। যার জন্য  সরকার এর তরফ থেকে একটি কমিটি গঠন করা হয়েছিল সমস্ত মুখ্যমন্ত্রী, রাজ্যপাল ও বিশিষ্টদের কে নিয়ে।

দিল্লিতে শনিবার সেই কমিটির বৈঠকে যোগ দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু কোনো কারনে তাঁকে সেখানে বলতে দেওয়া হয়নি। যার কারনেই তৃণমূল বাংলার প্রতি কেন্দ্রের অবজ্ঞা হিসেবেই দেখাতে চাইছে।

সূত্রে জানা গিয়েছে, রাজস্থানের কংগ্রেস সরকারের মুখ্যমন্ত্রী অশোক গেহলট সহ একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রী এদিনের বৈঠকে বলার সুযোগ পেলেও, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে বলতে দেওয়ার সুযোগ দেওয়া হয়নি।

যদিও এই বিষয় নিয়ে মুখ্যমন্ত্রী কোনও রকম প্রতিক্রিয়া দেননি। তবে অন্যদিকে, তৃণমূলের নেতারা ক্ষোভে ফুঁসছে। দলের একাংশের দাবি, মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়ে একরকমের অপমান করা হয়েছে কেন্দ্রের তরফ থেকে।

যেটি সামগ্রিকভাবে বাংলার মানুষেরই অপমান। মুখ্যমন্ত্রীকে বলতে না দিয়ে, অন্যথায় রাজ্যপালকে দিয়ে বলানোর অর্থ কী তাও স্পষ্ট বোঝা যাচ্ছে।


Post a Comment

Previous Post Next Post