Independence Day 2022 : বনগাঁয় উদ্‌যাপন হল ৭৬ তম স্বাধীনতা দিবস

The-Bangaon-celebration-is-the-76th-Independence-Day

ছবি ঃ প্রিয় নন্দী

সায়ন ঘোষ, বনগাঁ : সারা দেশে উদযাপিত হচ্ছে ৭৬ তম স্বাধীনতা দিবস। চারিদিক সেজে উঠেছে জাতীয় পতাকায়। সোমবার উত্তর ২৪ পরগণার বনগাঁ পৌরসভার উদ্যোগে অনুষ্ঠিত হল ৭৬ তম স্বাধীনতা দিবস।

জাতীয় পতাকা উত্তোলন এর সাথে সাথে এদিনের অনুষ্ঠানের সূচনা হয়। তারপর বনগাঁর সমস্থ বিদ্যালয়ের র‍্যালির মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান।

বনগাঁ পুরসভার স্বাধীনতা দিবসের প্রাঙ্গণ থেকে একাধিক প্রতিবন্ধী মানুষকে তাঁদের প্রয়োজনীয় হুইল চেয়ার প্রদান করা হয়। তারপর শুরু হয় নৃত্যানুষ্ঠান।

দেখুন ভিডিও

এদিন অনুষ্ঠানে বনগাঁ পৌরসভার পুরপ্রধান গোপাল শেঠ সহ সমস্থ কাউন্সিলররা উপস্থিত ছিলেন। বনগাঁ পৌরসভার তত্বাবধানে ৭৬ তম স্বাধীনতা দিবস উপলক্ষে মোট ৩৩ টি নৃত্যগোষ্ঠির সমন্বয়ে আয়োজিত হয় ৭৬ তম স্বাধীনতা দিবস।

The-Bangaon-celebration-is-the-76th-Independence-Day

অন্যদিকে, বনগাঁর শিক্ষা প্রতিষ্ঠান সরস্বতী শিক্ষা শোপান, শিক্ষাঙ্গন, ইতিহাস চর্চা সহ বি.সি.টি.আই (BCTI) কম্পিউটার সেন্টারের যৌথ উদ্যোগে সোমবার স্বাধীনতা দিবস উপলক্ষে বনগাঁ স্টেশন চত্বর সহ একাধিক এলাকায় দুঃস্থ মানুষদেরকে এক বেলার খাবার তুলে দেওয়া হয়। প্রায় ১২০ জন মানুষের সাথে স্বাধীনতা দিবস পালন করেন শিক্ষা প্রতিষ্ঠানের সদস্যরা।

শিক্ষা প্রতিষ্ঠান এর পক্ষ থেকে শিক্ষক বিশ্বজিত সাহা জানান, "আমরা সারা বছর বিভিন্ন সামাজিক কাজে নিজেদের নিয়োজিত রাখি। আজ প্রায় ১২০ জন মানুষের হাতে আমরা শুকনো খাবার, জল তুলে দিলাম। আমাদের প্রতিষ্ঠানের শিক্ষকরা যে কোনো গরিব, অসহায় মানুষের পাশে বছরের ৩৬৫ দিন পাশে থাকে।"


Post a Comment

Previous Post Next Post