India-Bangladesh Border : ভারত-বাংলাদেশ সীমান্তে অনুষ্ঠিত হলো ৭৬ তম স্বাধীনতা দিবস

The-76th-Independence-Day-was-celebrated-at-the-India-Bangladesh-border

সমাচার ওয়েবডেস্ক : স্বাধীনতা দিবস কোনও উৎসবের থেকে কোনও অংশে কম না দেশবাসীর কাছে। ভারতবর্ষ তথা গোটা রাজ্য সেজে উঠেছে স্বাধীনতা'র আবেগে।

কলকাতা সহ উত্তর ২৪ পরগণার একাধিক জায়গায় সেজে উঠেছে জাতীয় পতাকা। 

ভারতের ও বাংলাদেশের পেট্রাপোল-বেনাপোল  সীমান্তে ৭৬ তম স্বাধীনতা দিবসের বর্ষপূর্তি অনুষ্ঠিত হলো সোমবার সকালে৷ বিএসএফের ১৮৯ নম্বর ব্যাটেলিয়ানের  উদ্যোগে আয়োজন করা হয় এই অনুষ্ঠান৷ বিএসএফের পক্ষ থেকে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীকে এদিন মিষ্টি মুখ করা হয়।

এছাড়াও পেট্রাপোল এর মুখ্য ভবনের সামনে পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে স্বাধীনতা দিবস উদযাপনে পতাকা উত্তোলন করেন কেন্দ্রীয় জাহাজ ও প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর৷

অন্যদিকে, চাঁদপাড়া বাণী বিদ্যা বীথি বিদ্যালয় প্রঙ্গণে এবং চাঁদপাড়া বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে উদযাপিত হয় স্বাধীনতা দিবস।

দেখুন ভিডিও...


Post a Comment

Previous Post Next Post