প্রতিনিধি, দুর্গাপুর : শ্রাবণ মাস শুরু হতে না হতেই দূরদূরান্ত থেকে প্রচুর পুণ্যার্থীরা শিবের মাথায় জল ঢালতে আসেন তারকেশ্বরে (Tarakeswar Yatra)। ভক্তরা মাইলের পর মাইল কাঁধে বাঁক নিয়ে পাড়ি দেন তারকেশ্বরে। এবার পুণ্যার্থীদের স্বপ্নপূরণ করতে এগিয়ে এলেন দুর্গাপুরের একটি স্বেচ্ছাসেবী সংস্থা।
স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে তীর্থযাত্রীদের জন্য এবার প্রায় নিখরচায় তারকেশ্বরে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে। সংস্থা সূত্রে জানা গেছে, দুর্গাপুরে শত শত তীর্থযাত্রীদের বাসে করে তারকেশ্বরে নিয়ে যাবে এই সংস্থা। তার জন্য জন প্রতি দিতে হবে মাত্র ১ টাকা।
শ্রাবণ মাসে তারকেশ্বরে রাজ্যের বাইরের থেকেও তীর্থযাত্রীদের ভিড় উপচে পড়ে । কিন্তু অনেক পুণ্যার্থীদের সামথ্য না থাকায় তাঁদের স্বপ্ন, স্বপ্নই থেকে যায়। দুর্গাপুরেও সেই সংখ্যাটা কিছু কম নয়। তাই এমন অভিনব ব্যবস্থা করা হয়েছে সংস্থার পক্ষ থেকে। সংস্থার পক্ষ থেকে রবিবার একটি বাস ছাড়ে তারকেশ্বরের উদ্দেশে।
Samachar Weather Report : রাজ্য জুরে ভারী বৃষ্টি সম্ভাবনা
স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে পারিজাত গঙ্গোপাধ্যায় জানান, অনেকেরই স্বপ্ন থাকলেও অর্থের অভাবে তা পূরণ হয় না। তাই তাঁদের স্বপ্ন পূরণ করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। শুধু তাই নয়, তারকেশ্বরে একটি লঙ্গরখানাও করা হয়েছে। যে পুণ্যার্থীরা তারকেশ্বর আসবেন তাঁদের খাওয়া দাওয়ার জন্য এই ব্যবস্থা।