পারিজা পাঠক, সার্বভৌম সমাচার : চুল পড়ার সমস্যায় ভুগছেন অথবা, কৃমির উপদ্রব, মাথা যন্ত্রণা সহ এমন নানা অসুখে। তাহলে জেনে নিন প্রাকৃতিক উপায়ে এগুলির থেকে মুক্তির উপায়।
ভৃঙ্গরাজ অথবা চলতি কথায় কালোকেশি নামক গুরুত্বপূর্ণ উদ্ভিদই এর প্রতিকারক। এটির বিজ্ঞানসম্মত নাম WEDELIA CALENDULACE। গাছটি আকারে গুল্ম জাতীয়। এটির সমগ্র অংশ অর্থাৎ পাতা থেকে মূল পুরোটিই ব্যবহার্য। সপুষ্পক জাতীয় গাছটির নানা রঙের ফুলের মধ্যে সাদা, হলুদ এ দুটিরই বেশি দেখা মেলে।
রাস্তা ঘাটে, বাগানে, উঠোনে প্রভৃতি জায়গায় দেখা যায়। অজানা অচেনা বলে অনেকেই গাছটিকে এড়িয়ে যান। জানুন এই গাছটির উপকারিতা গুলি।
এখন কার দিনের অন্যতম সমস্যা চুল পড়া, ঘরে ঘরে এই সমস্যা বেড়ে উঠছে। ভৃঙ্গরাজ্ গাছটি চুলের যত্নে অর্থাৎ চুল পড়ে যাওয়া, কালো ঘন মেঘের মতন চুলের আশায়, এছাড়া সুদীর্ঘ ও লম্বা চুলের জন্য অব্যর্থ প্রাকৃতিক ওষুধ।
গাছটি বেটে এর রস মাথায় লাগলে রক্ত সঞ্চালন বাড়ে ফলে এইসব সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। তাই আর অবহেলা নয় এই নানা গুনযুক্ত গাছটিকে।
Disclaimer : এখানে দেওয়া তথ্য ঘরোয়া প্রতিকার এবং সাধারণ বিশ্বাসের উপর ভিত্তি করে। এটি গ্রহণ করার আগে, অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন। Sarbabhauma Samachar এই প্রেসক্রিপশনগুলিকে সমর্থন করে না।)