প্রতিনিধি, গাইঘাটা : স্কুল থাকলেও শিক্ষিকারা ঠিকমতো স্কুলে আসেন না। নিম্নমানের খারার দেওয়া হয় স্কুলের বাচ্চাদের। এমনই অভিযোগ উত্তর ২৪ পরগণা গাইঘাটা থানার হাঁসপুর মোরল ডাঙা কলোনী অঙ্গনওয়াড়ি স্কুলে। স্কুলের সামনে বৃহস্পতিবার বিক্ষোভ দেখান অভিভাবকেরা।
নিম্নমানের খাবার এর পাশাপাশি শিক্ষিকাদের অবর্তমানে কচিকাচাদের পড়াচ্ছেন রান্নার মহিলারা। এমনি অভিযোগ তুলে বিক্ষোভ দেখান অভিভাবকেরা। এদিন বেশ কিছু সময় বিক্ষোভ দেখান তারা। অভিভাবকদের দাবি, স্কুলের শিক্ষিকারা ঠিকমতো স্কুলে আসেন না। স্কুলে আসলেও দুই এক ঘণ্টা থেকে স্কুল থেকে চলে যান। শিক্ষিকার অবর্তমানে বাচ্চাদের পড়ান রান্নার মহিলারা। পাশাপাশি প্রচন্ড নির্মমাদের খাবার দেওয়া অভিযোগ তুলছেন অভিভাবকেরা।