সায়ন ঘোষ, বনগাঁ : তৃণমূল সুপ্রিমো আগেই ঘোষণা করেছিল এক ব্যক্তি, এক পদ। এবার রাজ্যের একাধিক শীর্ষ তৃণমূল নেতাকে রাজ্য ও জেলা সংগঠনের বিভিন্ন পদ থেকে সরানো হল। সোমবার প্রকাশিত তালিকায় নাম নেই জ্যোতিপ্রিয় মল্লিক সহ মহুয়া মৈত্র, আবু তাহের, সৌমেন মহাপাত্রের মতো নেতাদের। দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরানো হল রাজ্যের মন্ত্রী ও সাংসদদের।
সোমবার রাজ্যে মন্ত্রিসভার তৃণমূলের রদবদল এর বিষয় উঠতেই জেলায় জেলায় সংগঠনে বড় রদবদল হয়ে গেল৷ সোমবার সেই তালিকা প্রকাশ করে তৃণমূল। একাধিক জেলা সভাপতিকে বদল করা হয়েছে তালিকাতে। সাথেই তৃণমূল এর পক্ষ থেকে কয়েকটি সাংগঠনিক জেলার ক্ষেত্রে সিদ্ধান্ত পরে জানানো হবে বলে জানিয়েছে।
তৃণমূলের সবচেয়ে বেশি সাংগঠনিক জেলা কমিটি উত্তর ২৪ পরগনায়। তার মধ্যে বনগাঁ সাংগঠনিক জেলার চেয়ারম্যান করা হয়েছে শ্যামল রায়কে। অন্যদিকে, বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি করা হয়েছে বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাসকে।