WB Recruitment : রাজ্যে স্বাস্থ্য বিভাগে কর্মী নিয়োগ, মাসিক বেতন ২২০০০ টাকা

Recruitment-of-staff-in-health-department-in-the-state

সমাচার ওয়েবডেক্স : রাজ্যে চাকরি প্রার্থীদের জন্য সুখবর। জেলার স্বাস্থ্য ও পরিবার কল্যান দফতরের পক্ষ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে কর্মী নিয়োগের। এই প্রকল্প জেলাভিত্তিক কর্মী নিয়োগ করা হবে। সাথেই আবেদনকারী প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট জেলার বাসিন্দা হতে হবে।

আবেদন পদ্ধতি : নিম্নলিখিত দেওয়া হল।

১. আবেদনকারীরা শুধুমাত্র অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে।  

২. নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে আবেদনকারী আবেদন ফর্ম ডাউন লোড করে, প্রিন্ট করতে হবে।

৩. তারপর ওই ফর্মের নির্দিষ্ট ফাঁকা অংশগুলি পূরণ করে, পাসপোর্ট সাইজের ছবি নির্দিষ্ট স্থানে বসিয়ে, নির্দিষ্ট স্থানে নিজের সই করে আবেদন পত্রটি নির্দিষ্ট দফতরে ১২ আগস্ট এর মধ্যে পাঠাতে হবে। 

আবেদন ফী : সাধারণ ক্যাটাগরির প্রার্থীদের ১০০ টাকা এবং সংরক্ষিত আসনের প্রার্থীদের ৫০ টাকা 

নিয়োগ পদ্ধতি : নির্দিষ্ট দফতরে আবেদন ফর্ম গুলিকে প্রাথমিক বাছাই করে যোগ্য প্রার্থীকে ডেকে নেওয়া ইন্টারভিউ এবং পারসোনালিটি টেস্টের জন্য।  তারপর আবেদনকারীর জমা করা নথি ভালো ভাবে স্কুটনি অর্থাৎ খুঁটিয়ে দেখে নিয়োগ পত্র তুলে দেওয়া হবে। 

আবেদনকারীর প্রয়োজনীয় নথি : নিম্নলিখিত আবেদনকারীর নথির বিবরণ দেওয়া হল।

১. আঁধার কার্ড। 

২. ভোটার কার্ড।

৩. শিক্ষাগত যোগ্যতার প্রমান।

৪. অভিজ্ঞতার সংশাপত্র।

৫. বর্তমান সময়ের রঙিন পাসপোর্ট সাইজের ছবি। 

নিয়োগ পদের নাম : "ব্লক ডাটা ম্যানেজার"

শূন্য পদ :  ১ টি 

পারিশ্রমিক : মাসিক ২২০০০ টাকা

আবেদনকারীর বয়স : আবেদকারীর বয়স হতে হবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে।   

শিক্ষাগত যোগ্যতা : আবেদনকারীকে যে কোনও বিষয়ে  স্নাতক হতে হবে। এছাড়া কম্পিউটারের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। পাশাপাশি কম্পিউটার বিষয়ে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে শংসাপত্র থাকতে হবে।

সম্পূর্ণ এই নিয়োগ প্রক্রিয়াটি হবে রাজ্য সরকারের জেলাভিত্তিক উন্নয়ন প্রকল্পের অধীনে। সফল ও যোগ্য প্রার্থীকে নিয়োগ করা হবে বীরভূম (BIRBHUM) জেলায়। আবেদনকারীকে অবশ্যই বীরভূম জেলার বাসিন্দা হতে হবে। 


Notification No. : DHFWS/DPMU/1498

Notification Date : 01/08/2022

Notification From : Click Here


Post a Comment

Previous Post Next Post